সাঈদী সাঈদী বলে প্রকম্পিত হল সিলেটের আকাশ, লাখো জনতার অশ্রুসিক্ত হল আলিয়া মাদ্রাসা ময়দান
লিখেছেন লিখেছেন নীলে ভরা আকাশ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৮:৩৭ রাত
সফরে ছিলাম। জুমার নামাজ পড়ে বাসায় আসলাম। ভাবছিলাম একটু রেষ্ট নিব কিন্তু যখন সকলের প্রিয় ফেসবুক পেজ বাশেঁর কেল্লা, ব্রেকিং থেকে কক্সবাজারের সংঘর্ষের খবর আসছে তখন আশংকাগ্রস্থ হলাম না জানি কখন কোন ভাইয়ের শহীদ হবার খবর আসে। যা ভাবছিলাম তাই হল, ৩টি লাশের খবর এল। এদিকে শাহবাগের প্রজনন চত্বরের কয়েকটা পেজ থেকে যখন বিভ্রান্তিমুলক সংবাদ প্রকাশ করছিল তখন নিজের কান্তি ভুলে ল্যাপটপ খুলে বসে পড়লাম। এভাবে বিশ্রাম নেবার সময় এখন না। এখন সময় বাতিলের অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দেবার।
পেজ গুলো আপডেট এ লেগে গেলাম। এদিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেট এর উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলছে, বাসার সবাই চলে গেলেন, আমি বসে থাকলাম ল্যাপটপের সামনে। সন্ধার পর পর্যন্ত আপডেট করলাম।
হঠাৎ মনে হল আজ তো প্রাণের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য দোয়া হবে। তাই ল্যাপটপ বন্ধ করে ওযু করে বাসা থেকে বের হলাম। রিক্সা নিয়ে সোজা আলিয়া মাদ্রাসা মাঠে। সিলেট শহীদ মিনারের পাশ দিয়ে যাচ্ছিলাম আর রাম ছাগলদের জামায়াত বিরোধী স্লোগান শুনছিলাম। পাশ দিয়ে আলিয়া মাদ্রাস মাঠে পৌছলাম।
তখন তাফসীর পেশ করছিলেন সময়ের স্বনামধন্য আলোচক জনাব কাজী মুফতি মোহাম্মাদ ইবরাহীম সাহেব, আর চারদিক নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হচ্ছিল। ঢুকেই পরিচিতদের সাতে সাক্ষাত, কুশলাদি বিনিময়ের পর ষ্টেজের কাছে গেলাম সেখানে আরো দ্বীনের মোজাহিদদের পেলাম।
মুফতি ইবরাহিম সাহেবের ক্ষুরদার আলোচনার ফাকে ফাকে সাঈদী সাঈদী বলে জনতা পাগলের মত স্লোগান তুলছিল, তখন মনে হলে কোথার অগ্নিকন্যার খদ্দের এর আর্তনাদ কোথায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। খবর নিয়ে জানা গেল পাশের শহীদ মিনারে থাকা বাম রাম কুকুর গুলো পুলিশের বেষ্টনি থাকার পর ও আতংকে পালাচ্ছে। তারা প্রতিদিন যেখানে ১০টা পর্যন্ত থাকতো সেখানে আজ এশার সাথে সাথে পালাতে বাধ্য হল। আসলে যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান থাকে সেখানে কখনো বাতিল থাকতে পারে না।
মুফতি ইবরাহিম সাহেবের আলোচনা শেষ হলো মঞ্চে আসলেন তরুন বক্তা জনাব মুজাহিদুল ইসলাম ফারুকী, সাথে সাথে আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশ যেন ক্ষেপে উঠলো নারায়ে তাকবীর আল্øাহু আকবার ধ্বনিতে। শুরু করলেন উনার আলোচনা, যখন তিনি বললেন “আল্লাহ! আনজুমানে খেদমতে কোরআনের আজকের এই ৩৮ তম তাফসীর মাহফিলে আল্লামা সাঈদী থাকার কথা ছিল, কিন্তু তিনি আজ যালিমের কারাগারে বন্দি” তখন উপস্থিত জনতা স্লোগান দিয়ে উঠলো “নারায়ে তাকবীর আল্লাহু আকবার” “সাঈদী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” “সাঈদী সাঈদী বলে জনতা স্লোগান দিতে থাকলো আলোচক বার বার বলে কাউকে দমাতে পারছিলেন না। যেন জনতা আজ আগুনের ফুলকির মত জেগে উঠেছে, সুযোগ পেলে ভেঙ্গে খান খান করবে বাকশালীদের মসনদ।
সত্যি না দেখলে বিশ্বাস করার মত নয়, সাঈদী সাহেবের জন্য জনতা এত পিপাসার্ত, যেন আর কিছূ চাইনা চাই শুধু মাত্র আল্লামা সাঈদী সাহেবকে কোরআনের মাহফিলে। সেই আবেগ অনুভুতি কখনো লিখে বুঝাবার নয়।
আলোচকের বাতিলের বিরুদ্ধে অগ্নি স্ফুলিংগের মত বক্তব্য শুনে জনতা আরো বেসামাল হয়ে উঠলো, পুরো আলিয়া মাঠ প্রকম্পিত হলো “ ইসলামের দুশমনেরা হুশিয়ার সাবধান” “বামপন্থিদের আস্তানা বাংলাদেশে হবেনা।
রাত যত গভীর হচ্ছিল আলিয়া মাদ্রাসা ময়দান দ্বীনের মুজাহিদদের দ্বারা পরিপূর্ণ হচ্ছিল, এযেন এক অপূর্ব মিলনমেলা। মিছিলে দেখা হত কথা বলা যেত না, মিছিল করে নিজ নিজ গন্তব্যে চলে যেত সবাই, কিন্তু এখানে একে অপরকে বুকে টেনে নিচ্ছে, বুকে ধরে রাখছে অনেকক্ষণ যেন এ বাধন ছিড়ে যাবার নয়। জনতা আন্দোলনের নতুন উদ্দীপনা ফিরে পেল।
আলোচকের আলোচনা শেষ, এবার দোয়া হবে, ঘোষনা এল দোয়ার জন্য সবাই বসে পড়–ন, মুহুর্তে সবাই যার যার জায়গায় বসে পড়লো- শুরু হল দোয়া “আল্লাহ এর কোরআনের মাহফিলে আমরা থাকার কথা না কথা ছিল আল্লামা সাঈদী থাকার, আল্লাহ সাঈদীকে আমাদের কোরআনের মাহফিলে ফিরিয়ে দাও” আলিয়া ময়দান ক্রন্দনে ভরে উঠলো, যেন মনে হচ্ছিল সবাই তাদের জীবনের খুব মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। আলিয়া মাদ্রাসা ময়দান জনতার চোখের অশ্রুতে ভেসে গেল। সত্যিকার অর্থে সে মুহুর্ত সামান্য এ লেখায় বুঝানো সম্ভব না, যারা ছিলেন অবশ্যই সে মুহুর্ত তারা প্রাণ ভরে উপভোগ করেছেন। চোখের কোনায় অশ্রু ধরে রাখতে পারলাম না। শুধু আল্লাহকে বললাম “আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও সাঈদীকে কোরআনের মাহফিলে ফিরিয়ে দাও” কান্নার রোনাজারিতে প্রকম্পিত হল সিলেটে আকাশ, চোখের জ্বলে ভেসে গেল আলিয়া ময়দান, সাঈদী প্রেমের অশ্রুতে সিক্ত হল আলিয়া মাদ্রাসা মাঠের মাটি। জনতা শুধু একটাই কথা বার বার চিৎকার করে মহান প্রভুর কাছে প্রার্থনা করলো “আল্লাহ সাঈদীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও” “সাঈদীকে কোরআনের মাহফিলে ফিরিয়ে দাও”
আন্দোলনের নতুন এক উদ্দীপনা ও উজ্জীবনী শক্তি নিয়ে জনতা ঘরে ফিরলো। সাঈদীকে মুক্ত করে ছাড়বো। বিজয় আমাদের সুনিশ্চিত।
১৫/০২/২০১৩, রাত ১.৪৩ এ এম।
বিষয়: রাজনীতি
১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন