হেতে যা কয়, তা দ্বারা কি প্রমাণ করে?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ৩১ মার্চ, ২০১৩, ০২:৩৩:১২ দুপুর
এই বেটা তুমি কি বললে, তা কি একবার ভেবে দেখেছ?
তোমাকে কয়জন অমুসলিম ভোট দিয়েছে? যারা ভোট দিয়েছে, তাদের ধর্মে আঘাত হেনে কি বুঝাতে চেয়েছ?
তোমার যদি নিম্নতম জ্ঞান থাকে, তবে তোমার উক্তিকে উঠিয়ে নাও। নয়নে মনে রেখ: তোমার পূর্বে অনেকেই তোমার মত কথা বলার পরিণতি ঠিক মতই পেয়েছে।
ফেরাউন, নমরূদ, হামান, আবু জেহেল, আবু লাহাব সহ আরো সহস্র উদাহরণ এ পৃথিবীতে রয়েছে।
এখনও তোমার জন্য তাওবার দরজা খোলা রয়েছে। একান্তে আল্লাহর সমীপে তাওবা কর।
তুমি যদি মনে কর, আরো শত বছর বেচে থাকবে। তারপর তো তোমাকে একদিন মরতেই হবে। যাদেরকে খুশি করার জন্য আজ তুমি কথাগুলি বলছ, তা কিন্তু তোমার সাথে কবরে যাবে না।
আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন।
আমীন
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন