বেশী বেশী সাক-সবজি খাওয়ার প্রতি সবাইকে খেয়াল রাখতে হবে
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৬ মে, ২০২২, ১১:১১:২১ রাত
যদি সুস্থ জীবন চাই, তবে নানান ধরনের সবজি খেতে হবে। যার মাধ্যমে আপনি পাবেন সুস্থ জীবন এবং শরীর সতেজ করার মহৌষধ।
তবে সবজি চয়নের বেলায় একাগ্র হতে হবে। যেমন:
সবজির ধরন
সবজির রং
সবজির বয়স
সবজির সতেজতা
সবজি সংক্ষনের ধরন ইত্যাদি।
আমাদের আওয়াজ হোক:
বেশী বেশী সবজি খান, সুস্থ-নিরাপদ জীবন পান।
বিষয়: বিবিধ
৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন