এই শীতে আপনার দরদ কেমন?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০২ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৩০:০৭ দুপুর

শীত আসে আবার শীত চলে যায়। তবে শীত তো আপনাকে আহ্বান করে সেই অসহায় হত দরিদ্র লোকদের কাঁধে ভর করে; এবং বলে আসুন দেখে যান, এদের অবস্থা।

আপনি তো শীতের অনেক ডাকেই সাড়া দিয়ে থাকেন। যেমন

শীতে পিকনিক

শীতে পিঠা খাওয়ার ধুম

শীতে সৈকত ভ্রমণ

শীতে

শীতে

শীতে

তবে কি সেই অসহায়ের কাঁধে ভর করে শীতের আহ্বান কি আপনার কান পর্যন্ত পৌছে??????????????????

কি করেছেন, এই শীতে????????

তাদের জন্য কি আপনার হাত কার্পণ্যতাকে কাটিয়ে তুলতে পেরেছেন????????????

তাদের দুঃখকি আপনার অন্তরকে ব্যথিত করতে পেরেছে???????????

আপনি কি তাদের পার্শ্বে দাড়াতে পেরেছেন???????

শীতে ৩/৪টি কাপড় নিজের জন্য না কিনে ১/২টি কিনে, বাকীটা দিয়ে তাদের জন্য কিছু করেছেন??????

যদি করে থাকেন:-

তাহলেই আপনি বড়লোক।

আপনি বাংলার বাঘ শের-এ বাংলা ফজলুল হক।

আপনি দানবীর ঈশা খাঁ।

আপনি সেই আরবের হাতেম তাই।

আপনি রাসূল (সাঃ) এর শ্রেষ্ট সাহাবী আবু বকর (রাঃ)।

আপনার জন্যই সমাজ গর্ব করে থাকে।

আপনিই প্রকৃত বাঙ্গালী।

আপনিই প্রকৃত অন্তরের অধিকারী।

আপনিই প্রকৃত বন্ধু।

আপনিই প্রকৃত আপনাজন।

আপনার জন্যই সবাই প্রার্থনা করে থাকে, হে আল্লাহ! তুমি এমন লোককে দুনিয়া ও আখেরাতে সহায় হও। আমীন

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381636
০২ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি সেই কাতারে শামিল হতে পারলাম না!
অবশ্য নিজের জন্য কিছুই কিনিনি এইবার। সামান্য যা আছে, তাই দিয়েই চালিয়ে দিয়েছি
382288
১৬ মার্চ ২০১৭ রাত ০৮:৩০
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : অবস্তা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File