প্রতিহিংসার রাজনীতি চাই না, চাই জনগণের অধিকার আদায়ের রাজনীতি
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৪:৪০ দুপুর
জনগণের সেবার নিমিত্তেই রাজনীতি।
অসহায়ের অধীকার আদায়ের লক্ষেই রাজনীতি।
মাজলূমে অধীকারের স্বীকৃতি প্রদানের লক্ষেই রাজনীতি।
আমরা যেন এ রাজনীতিতে হানাহানিতে পতিত না হই, এটাই আমাদের একান্ত কাম্য।
আজ একদল দেশ পরিচালনায় নিয়োজিত, যাদের হাতে রয়েছে রাষ্ট্রীয় শক্তি। হতে পারে কাল তারাই বিরোধীদল, একথাকে একেবারেই ভুলে যাওয়া যাবে না।
আজ যদি আমরা তাদেরকে আঘাত করি, তবে তারাও তো এর প্রতিশোধ নেয়ার প্রতিক্ষায় থাকবে।
এতে করে যেমনিভাবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তেমনিভাবে দিশেহারা হবে পড়বে সাধারণ জনগণ এমনকি জনগণই বেশী ক্ষতিতে পতিত হবে।
বর্তমান যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে কান্না করা ও অশ্রু বিসর্জন দেয়া ছাড়া আর কোন উপায় দেখছি না।
নাই জানমালের নিরাপত্তা, নাই শান্তি এবং চারি দিকে শুধুই হাহাকার।
এ হতে উত্তরণের পথ হতে হবে, সৌহার্দপূর্ণ রাজনীতি ও রাজনীতির মাঠ।
আল্লাহ আমাদের সহায় হোন। আমীন
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন