আমরা ধৈর্যের জামানায় অবস্থান করছি
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৯:৩৮ রাত
আমরা বর্তমানে ধৈর্যের জামানায় অব্স্থান করছি। যে দিকে তাকেই সে দিকেই যেন অত্যাচার, অবিচার। সত্য যেন আজ মিথ্যায় পরিণম আর মিথ্যাই হয়েছে সত্যে পরিণত। মুমিনদের পরীক্ষার জামানা। কেননা রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: দুঃখ কষ্টে ঘেরা হলো জান্নাত আর সুখে ঘেরা হলো জাহান্নাম।
আমরা যদি সেই আসহাবে উখদুদের ঘটনার দিকে নজর দেই, তবে দেখতে পারব, তাদের ঈমানের পরীক্ষার চিত্র। আরও দেখতে পাব, তাদের জান্নাত পেয়ে বিজয়ের দৃশ্য। লোক ছিল দুই দলে বিভক্ত।
একদল: জালেম বা অত্যাচারী। যারা মুমিনদেরকে জুলুম করে জান্নাতে প্রেরণ করত।
অন্যদল মাজলুম বা অত্যাচারিত। যারা অত্যচার সহ্য করে জান্নাতে পৌছত।
আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে ধৈর্যধারণ করার তাওফীক দান করেন। আমীন
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন