ইসলাম ও অন্য ধর্মে নারীর স্থান (অতি সংক্ষেপে)
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৯ আগস্ট, ২০১৪, ১১:৫৭:৪৩ রাত
বোন আমার আপনি জেনে নিন, আপনার মর্যাদা কোন ধর্ম দিয়েছে?
বিভিন্ন ধর্মগ্রন্থে নারী অধিকারঃ-
*হিন্দু ধর্মঃ
হিন্দুদের ধর্ম গ্রন্থ বেদ নারীর জন্য নিষিদ্ধ। হিন্দু ধর্ম মতে নারী হল দেবতাদের যৌন দাশি ।
*বৌদ্ধ ধর্মঃ
নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনকারীর জন্য নির্বাণের কোন উপায় নেই। গোতম বুদ্ধ মুলত নারীর ভয়েই সংসার ত্যাগ করে বনে জংগলে বসবাস করেন ।
*খৃষ্টান ধর্মমতেঃ-
একমাত্র নারীই মানবীয় পাপের জন্য দায়ী। সন্তজম ক্রাইম ষ্টম বলেন: নারী একটি অনিবার্য পাপ, একটি জন্মগত দুষ্ট প্ররোচনা। সমস্ত বর্বর পশুর মধ্যে নারীর মত ক্ষতিকর আর কিছুই নেই। টারটুলিন তার লিখিত এক গ্রন্থে নারী জাতিকে “শয়তানের দ্বার, নিষিদ্ধ মোহর উন্মক্তকারী, ঐশী আইনের প্রত্যাখ্যানকারী, খোদার প্রতিবিম্ব, মানুষের ধ্বংসকারী হিসাবে বর্ণনা করেছেন। ইংল্যান্ডের প্রাচীন আইনে পুরুষকে নারীর মালিক বলা হয়েছে।
ইসলাম ধর্মঃ
যার একটা মেয়ে হবে সে তাকে ঠিক মত লালন পালন করবে সে জান্নাতি যার দুইটা মেয়ে হবে সে তাকে ঠিক মত লালন পালন করবে সে জান্নাতি যার তিনটা মেয়ে হবে সে তাকে ঠিক মত লালন পালন করবে সে জান্নাতি সে আমি মুহাম্মাদ (সঃ) এর সাথে জান্নাতি-- রাসুল (সঃ)। ইসলাম বলে মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত। পৃথিবির সকল মা ই কিন্তু নারী আমরা বলতে চাই, নারীরা যদি জানত ইসলাম তাদের কতটুকু অধিকার দিয়েছে পৃথিবীর সমস্ত নারীরা সে অধিকার ফিরে পেতে রাস্তায় নেমে আন্দোলন করত!
আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন, তিনি যেন আমাদের নারীদেরকে ইসলাম স্বীকৃত অধিকার প্রদান করে, তাদেরকে সম্মানীতা করতে পারি। আমীন
সংগৃহীত
বিষয়: বিবিধ
২৩৭০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই আবর্জনার দিকে না তাকনোই ভাল মনে করি।
ওদের উত্তর না দিয়ে বা না তাকিয়ে পাশ কেটে চলে যান।
আল্লাহ তায়ালা আমাদেরকে তা দেখে যাবার তাওফীক দান করুন। আমীন
যে অমুসলিম নারী ইসলামকে জানতে পেরেছে সে কোন অবস্থাতেই মুসলিম না হয়ে অন্য ধর্মে থাকতে পারবে না।
সুন্দর এক পোষ্ট যা নারীদেরকে উতসাহিত করবে।
মন্তব্য করতে লগইন করুন