যাদেরকে ঘরে ঢুকিয়েছ তারা কারা?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৯ আগস্ট, ২০১৪, ০২:১৫:৪২ দুপুর



তোমার ঘরে যাদেরকে ঢুকিয়েছ, তাদের মাঝে মানুষ কয়জন?

[b]
ওদের মাঝে রয়েছে:-

[/b]ঝাকি বা ঝাকুনী বাবা।

তথ্য বাবা।

বিড়ি বাবা।

রাবিশ বাবা।

খাবিস বাবা।

ঘেউঘেউ বাবা।

টেংকে নাচুনি বাবা।

ডুগডুগি বাবা (মা)।

চার হাজার টাকা কিছুই না বাবা।

গুম বাবা।

খুনী বাবা।

চোর বাবা।

বাটপার বাবা।

লাঠিয়াল বাবা।

উড়ন্ত বাবা (মা)।

পদ্মা বাবা।

চাপাবাজ বাবা।

ডাকাত বাবা।

ধর্ম ব্যবসায়ী বাবাগণ।

মদ-জোয়া হারামকারী বাবা।

জুতা বাবা।

সিলেকশন বাবা।

দফতরহীন বাবা।

সন্ত্রাসী বাবা।

কালো বিড়াল বাবা।

রাজাকার বাবা।

রাষ্ট্রদ্রোহী বাবা।

ধর্মদ্রোহী বাবা।

গালি বাবা।

ভোট চোর বাবা।

আরো অ-নে-ক বাবা

তুমি কি যান, ওরা কারা?

ওরা তো তারাই, যারা তোমার পিতাকে করেছিল সারা।

বিষয়: বিবিধ

১৭৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255891
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৯
কাহাফ লিখেছেন : এরাই আওয়ামী লীগ............
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
199577
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা, ঠিকই।
255978
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর সুন্দর বেয়াদবদের নাম
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
199579
প্রিন্সিপাল লিখেছেন : সত্যিই, তাই।
256005
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
199580
প্রিন্সিপাল লিখেছেন : আরো লাগুক।
256021
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : সব বাবারাই এখন ধোওয়া তুলসী পাতা আর আওয়ামী মেশিনে চোলাই করা৷
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:০৬
199581
প্রিন্সিপাল লিখেছেন : তারা তাই মনে করে।
256160
২০ আগস্ট ২০১৪ রাত ০২:০০
সবুজেরসিড়ি লিখেছেন : সব বাবা = আওয়ামীলিগ বাব . ..
256364
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৬
আহমদ মুসা লিখেছেন : আমরা নিজের জন্মদাতা পিতাকে বাবা বলে সম্ভোধন করি। কিন্তু কিছু অপদার্থ এবং আর কিছু রাজনৈতিক টাউট এই সম্মানিত শব্দটিকে খুবই অপমানিত করে যাচ্ছে।
258823
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
আমি মুসাফির লিখেছেন : যারা ওদের সাথে আছে এবং যার বিবরণ আপনি দিলেন তারা কি মনুষ্যত্ব সর্বস্য মানুষ বলে মনে করেন ? এরা মুনষ্য আকৃতির পশু ছাঢ়া কিছুই নয়।
259708
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
আবু নাইম লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
310541
২২ মার্চ ২০১৫ রাত ১০:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাঁর বাবা হত্যা করেছে তাতে কি? বাবার জন্যো মায়া থাকলেইতো তাঁদের ঝাড়ু পিঠা করে বের করবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File