যাদেরকে ঘরে ঢুকিয়েছ তারা কারা?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৯ আগস্ট, ২০১৪, ০২:১৫:৪২ দুপুর
তোমার ঘরে যাদেরকে ঢুকিয়েছ, তাদের মাঝে মানুষ কয়জন?
[b]ওদের মাঝে রয়েছে:-
[/b]ঝাকি বা ঝাকুনী বাবা।
তথ্য বাবা।
বিড়ি বাবা।
রাবিশ বাবা।
খাবিস বাবা।
ঘেউঘেউ বাবা।
টেংকে নাচুনি বাবা।
ডুগডুগি বাবা (মা)।
চার হাজার টাকা কিছুই না বাবা।
গুম বাবা।
খুনী বাবা।
চোর বাবা।
বাটপার বাবা।
লাঠিয়াল বাবা।
উড়ন্ত বাবা (মা)।
পদ্মা বাবা।
চাপাবাজ বাবা।
ডাকাত বাবা।
ধর্ম ব্যবসায়ী বাবাগণ।
মদ-জোয়া হারামকারী বাবা।
জুতা বাবা।
সিলেকশন বাবা।
দফতরহীন বাবা।
সন্ত্রাসী বাবা।
কালো বিড়াল বাবা।
রাজাকার বাবা।
রাষ্ট্রদ্রোহী বাবা।
ধর্মদ্রোহী বাবা।
গালি বাবা।
ভোট চোর বাবা।
আরো অ-নে-ক বাবা
তুমি কি যান, ওরা কারা?
ওরা তো তারাই, যারা তোমার পিতাকে করেছিল সারা।
বিষয়: বিবিধ
১৭৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন