তাকে মহান বলব, নাকি অধম বলব?!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১২ আগস্ট, ২০১৪, ০১:৫৫:০৩ দুপুর

সেই বাবাকে কিভাবে মহান বলা যেতে পারে? যে বাবা তার সন্তানকে সুশিক্ষা দেয়নি?

আপনার ধান ক্ষেতের আগাছা পরিস্কার না করে, ধান পাকার পর সেগুলিকে আগুন দিয়ে পুরলেই কি আপনি সার্থক?

না কখনোই না। আপনি তখনই সার্থক, যখন আপনি সময় মত আগাছা পরিস্কার করে, ফসল কেটে গোলা ভরাবেন।

সন্তানকে সুশিক্ষা না দেওয়ার ফলে, সেই সন্তানের কু-কৃর্তির জন্য সন্তানকে হত্যা করার অর্থ কি এটাই দাড়ায় না, আপনার কু-কর্মের ফল অন্যকে ভোগ অর্থাৎ আপনার সন্তানকে ভোগ করতে হল?

তাই আসুন, আমরা আমাদের সন্তানকে সময় মত শিক্ষা দিয়ে যেমনভাবে তাকে নিজের সুসম্পদে পরিণত করি, তেমনি দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করি।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253581
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৫
তায়িফ লিখেছেন : হত্যাকারীর ফাসি চাই।
253584
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
প্রিন্সিপাল লিখেছেন : হত্যাকারীর ফাসি হোক এটাই যুক্তি সংগত দাবী।
253594
১২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১১
আহমদ মুসা লিখেছেন : দীর্ঘ বিরতির আবার ব্লগে আসলেন! ভাল আছেন তো জনাব প্রিন্সিপাল স্যার? সন্তান-সন্তুতিরা হচ্ছে পিতা-মাতার ফটোকপি। পিতা-মাতারা যেভাবে জীবন ব্যবস্থা অনুসরণ করবেন তাদের সন্তানদের জীবনেও এর প্রভাব পড়তে পারে যদি সন্তান উক্ত পিতা মাতার তত্বাবধানে গড়ে উঠে।
আপনাকে অনেক ধন্যবাদ ব্লগিংয়ে ফিরে আসার জন্য।
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
197596
প্রিন্সিপাল লিখেছেন : আপনাদের নেক দোয়ার বরকতে অনেক ভাল আছি।
সুন্দর ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ।
আল্লাহ তায়ালা আপনাকে ও আমাদের সবাইকে সুখে রাখুন। আমীন
253636
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেকের সন্তানের অপরাধের জন্য দায় নিতে চান না। কিন্তু সন্তানকে যে ভালো করে গড়ে তুলতে পারেন নাই তার জন্য অবস্যই বাবা মাকে সন্তানের অপরাধের দায় নিতেই হবে।
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
197597
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আব্দুল্লাহ শাহীন! সুন্দর কথা বলেছেন। আমরা সবাই যদি কথাটি বুঝতাম ও সে অনুযায়ী আমল করতাম, তবে সমাজ সত্যিই আলোকিত হত।
আল্লাহ তায়ালা আপনাকে সুখে রাখুন। আমীন
253727
১২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৬
আফরা লিখেছেন : এই পিতাকে অধম ছাড়া আর কি বলা যায় !সে সঠিক সময়ে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ।
১৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৭
197758
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর কথা। আল্লাহ তায়ালা আমাদেরকে স্বীয় দায়িত্ব সঠিক সময়ে পালন করার তাওফীক দান করুন। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
253829
১৩ আগস্ট ২০১৪ সকাল ১০:০৪
নূর আল আমিন লিখেছেন : প্রিন্সিপাল
ভাই সু শিক্ষাটা নেবে কোথা থেকে এখন শিক্ষা ব্যাবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই যৌনতা পরকিয়া অনৈসলামিক শিক্ষায় ভরপুর দোষটা বাবার না দোষটা আপনার আমার পুরো সমাজের
১৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪০
197759
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর কথা, ভাই নূল আল-আমিন!
তবে বলতে হয়, সমাজ বলতে আমরাই। আমি-আপনি স্বপরীবারকে সুশিক্ষা দিলেই গোটা সমাজই আলোকিত হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
253911
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৫
বুড়া মিয়া লিখেছেন : ব্যাপারগুলো অন্যকিছু হতে পারেঃ আর পিতা-মাতার শিক্ষা সন্তান পালন করে না সবসময়, অনেক চেষ্টার পরেও – এর জন্যই আমাদের সমাজে একটা প্রবাদও প্রচলিত আছে –

হাজী-র ঘরেও পাজী হয় আর কমিন এর ঘরেও মুমিন হয়
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:২০
197874
প্রিন্সিপাল লিখেছেন : তবে আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটটি এমনই।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
261742
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
আমি মুসাফির লিখেছেন : ছোট লেখার মধ্য দিয়ে পরম সত্যটি তুলে ধরাতে াাপনার জন্য দোয়া রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File