নামাযে এক ব্যক্তি ইমাম সাহেবের সামনে থাকেন, একদিন আপনিও থাকবেন। প্রস্তুত কতটুকু?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৩:৩৮ রাত
এমন এক নামায রয়েছে, যাতে একজন ইমাম সাহেবের সামনে থাকেন। আর এটাই হল এ নামাযের নিয়ম।
এমন একদিন আসবে, যে দিন আপনিই থাকবেন ইমাম সাহেবের সামনে।
সে দিন আপনার কি অবস্থা হবে?
সে দিনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন?
যদি সেই দিনের জন্য পূর্ণ রসদ আপনার থেকে থাকে, তাহলে তাকে ধরে রাখার চেষ্টা করুন। আর যদি না থেকে থাকে, তাহলে এখনই প্রস্তুতি গ্রহণ করুন।
সেই দিন কবে আসবে?
সেই দিন তো নির্ধারিত। তবে কবে তা কেউ জানে না। হতে পারে আজকের দিনই শেষ দিন।
অনেকে ধারণা, এখনও অনেক সময় বাকী। তবে মনে রাখা দরকার, কত যুবক মৃত্যু মুখে পতিত হয়েছে আপনার চোখের সামনেই। আর কত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন রোগী বছর বছর ধরে বেচে থেকেছে।
কার মৃত্যু কখন আসবে, তা কারো জানা নেই। তাই আসুন, আমরা সবাই সর্বদায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি।
রাসূল সাঃ বলেন: তোমরা বেশী বেশী করে মৃত্যুকে স্মরণ কর।
আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বদায় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে জান্নাতের অধিবাসী হওয়ার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১৫৭৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ও আমাদের সবাইকে তাওফীক দান করুন।
আপনাকে অনেক ধন্যবাদ।
তবে আমাদেরকে আল্লাহ তায়ালা প্রস্তুত থাকার তাওফীক দান করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন