ইসলামে সর্ব প্রথম শহীদ একজন নারী
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৩:০২ রাত
ইসলামে সর্ব প্রথম শহীদ একজন নারী। যার নাম সুমাইয়া (রাঃ)।
এবার বলুন:
তাঁকে কে হত্যা করেছে?
তাঁর স্বামীর নাম কি?
তাঁর ছেলের নাম কি?
রাসূল সাঃ তাঁদের নিকটে গিয়ে শুধু শান্তনা দিতেন এবং বলতেন: তোমরা ধৈর্যধারণ কর, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কেননা এ ছাড়া তাদের জন্য কিছুই করার ছিল না।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁদের জীবনি থেকে শিক্ষা গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
২৮১০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে।
তাকে ও আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
রান্না ঘর থেকে এভারেস্ট - সব কিছুতেই তারা পুরুষদের সমান তালে চলে এসেছে কিংবা ছাড়িয়েও গেছে । কিন্তু এই একটা ব্যাপারে মনে হয় তারা বুঝে শুনেই নিজেদের পিছিয়ে (!) রেখেছে , কোন কোন সময়ে বরং এর বিপক্ষেই অবস্থান নিচ্ছে ।
তাহলে কি নবীজীর পরে ইসলামের জন্য এককভাবে এখন ছেলেরাই লড়ে যাবে ?
তারা যেন মহিলা সাহাবীদের জীবন চরিত থেকে শিক্ষ নিতে পারে।
আল্লাহ তায়ালা তাদেরকে সেই তাওফীক দান করেন। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁদের জীবনি থেকে শিক্ষা গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
জীবন বাঁচাতে, কুফরী কালাম জবানে আসেনি তার।
কাফেরের বর্শা এসেছিল ধেয়ে, সুমাইয়া মায়ের পানে,
ইসলাম তবু আলাদা হলনা, কাফেরের হেঁচকা টানে।
জীবন দিয়েছে, জগৎ ছেড়েছে, ইমানে ছাড়েনি তবু,
প্রথম শহীদ হলেন এঁরা দু-জনে, ভুলিবেনা কেউ কভু।
সবার পক্ষ থেকে ধন্যবাদটি গ্রহণ করুন তাই
ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ
ভালো লাগলো,অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন