যারা ভাষা আন্দোলনে শাহাদত বরণ করেছেন, তাদেরকে স্মরণ করেই কি দায়িত্ব শেষ???????

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৮:৫০ দুপুর

যাদের আত্ম ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমরা ভুলবা না।

অনেক শহীদের পরিবার অনাহারে জীবন যাপন করছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর পদক্ষেপ নেই, যদিও থেকে থাকে তা যেন সিন্ধুর জায়গায় বিন্দু।

তাই আসুন, আমরা তাদের জন্য কিছুটা করি।

- তাদের ভুলব না, তা যেন শুধু কথার মাঝেই সীমাবদ্ধ না থাক।

- সকল মুসলিমকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, সে জন্য দোয়া করি।

- তাদের নামে সাদকায়ে জারিয়া করি। যার মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন।

- তাদের পরিবারের দুঃখ লাঘবের ব্যবস্থা করি।

- তাদের নাম নিয়ে যারা ব্যবসা করছে, তাদেরকে চিহ্নিত করি ও তাদেরকে বয়কট করি।

- শহীদ পরিবারের নির্যাচিতদের পার্শে দাড়াই।

- তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হই।

- তাদের আত্ম ত্যাগের উদ্দেশ্যকে বাস্তবায়ন করি।

- তাদের সন্তানদেরকে শ্রদ্ধা করি।

- তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করি।

- তাদের স্মরণ শুধু শহীদ দিবসেই সীমাদ্ধ না রাখি। বরং যখনই আল্লাহর নিকট দোয়া করব, তখনই যেন তাদের জন্য দোয়া করি।

- জাতি বিভক্তির জন্য যেন তাদেরকে ব্যবহার না করি।

আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন।

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171891
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যারা ভাষা আন্দোলনে শাহাদত বরণ করেছে তারা তো গেছে। বাকী যারা এখনো জীবিত আছে তাদেরকে ফাঁসিতে লটকাতে না পারলে ক্ষমতার কুরসির খুটি মজবুত করণ যাইবো না। পুরাণ পালগরে সামলাইবার পারি না, নতুন পাগল আমদানী করবার চান কি? যত সব গ্যাঞ্জাম সৃষ্টির উস্কানী? প্রিন্সিপাল স্যার!!! একটু সাবধানে কথা কইয়েন! আগামী ছাত্র সংসদ নির্বাচনে আমি ছাত্রলীগের আর্শিবাদ নিয়ে আসবার চাই!!!!!
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
125642
প্রিন্সিপাল লিখেছেন : তো কি ভোট দরকার আছে? থাকলে ছাত্রদেরকে বলে দেব, তারা যেন আপনাকেই ভোট দেয়।
যারা ভাষা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদের স্ত্রী-সন্তানদেরকে সুখে রাখুন।
আর আমাদেরকে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তাওফীক দান করুন।
তাদের নিয়ে যারা রাজনীতি করে ফায়দা লুটে তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদের দলে যেন আমরা না যাই এ তাওফীক দান করুন। আমনী

আপনাকে অনেক ধন্যবাদ।
171893
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
125643
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
171894
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
বিন হারুন লিখেছেন : অনেক ভালো লাগলো Rose পিলাচ
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
125644
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
171900
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
বুড়া মিয়া লিখেছেন : অনেক কিছুই এ বয়সে, এ অবস্থায় মনে হয় অন্য কোন কারণে করা হচ্ছে।

যেমন ভাষা শহীদ যাদের বলা হয় – তাদের জন্য যদি আমাদের এতো সম্মান থেকেই থাকে তবে এর জন্য কি করি আমরা?

একটা বেদীতে সবাই শ্রদ্ধার আবেগে উতপাদনশীল কর্ম-ত্যাগ করে যাই, বিভিন্ন যজ্ঞানুষ্ঠান করে শ্রদ্ধা জ্ঞাপন করি। এ নিয়ে বক্তব্য-সভা-সমাবেশ করে আরও সময় শ্রদ্ধার তোড়ে ভাসিয়ে দেই।

জাতীয় স্বার্থ নিয়ে আমাদের এতো চিন্তা থাকলে – আমরা জাতীয়ভাবে কেন এভাবে উতপাদনশীল সময় ভাসিয়ে শ্রম বিনিয়োগ দিচ্ছি? শ্রদ্ধাবোধ তো হতে হবে অবশ্যই যুক্তিসঙ্গত – তাই না? সারা বিশ্বের কোন জাতির মধ্যে তো এমন শ্রদ্ধাবোধ এর আচরন নেই, সারা বিশ্বের ওরা কি ভিন্ন প্রজাতির মানুষ? এবার আসি পরেরটায় অযৌক্তিকভাবে সময় নষ্ট করি বুঝলাম – সে সময়ে আমরা কি করি? আমরা বেদীতে যাই, তাকে প্রচার করি পবিত্র হিসেবে, জুতা খুলে সে বেদীতে পা রাখতে হয় আমাদের, মাথা নুইয়ে, সটান হয়ে অশ্রুসজল চোখে বিমূর্ত প্রতীকের মতো দাঁড়িয়ে এবং পা-মেরে স্যালুট দিয়ে সম্মান জানাতে হয় সেখানে।

এবার দু’টো বিষয় এক করলে দেখা যাচ্ছে – সম্মানের নামে যা আমরা করি তাতো মূলত সম্মানই না আমরা সে সময় ইনভেষ্ট করছি ভিন্ন একটা সময় নষ্টকারী-মূল্যহীন সংস্কৃতি – এটা কেন? আমাদের জাতীয় স্বার্থ কি এতে? যে সময় আমরা এগুলো করি, সে সময়ে তাদের নামে একটা উতপাদনশীল কর্মকান্ড চালিয়ে আমারা তাদের নামের সম্মান এবং উন্নয়নমূখী কাজ – দুয়েই কি অবদান রাখতে পারি না?
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
125645
প্রিন্সিপাল লিখেছেন : ভাই লিখেছেন:
আমারা তাদের নামের সম্মান এবং উন্নয়নমূখী কাজ – দুয়েই কি অবদান রাখতে পারি না?
অবশ্যই পারি। তবে তারা যেমন আমাদের জন্য আত্ম ত্যাগ করেছেন আমাদেরও তাদের জন্য আত্মত্যাগী হবে হবে।

আপনার লেখা পড়ে সত্যিই মুগ্ধ হলাম।
আল্লাহ তায়ালা আপনাকে ও আমাদেরকে তাদের জন্য কিছু করার তাওফীক দান করুন।
171925
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো। Rose
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
125669
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
171950
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন : সেদিন জিন্নাহ '' Urdu, and Urdu shall be the state language of Pakistan '' বলার সাথে সাথে ঢাবির ছাত্ররা বলে প্রতিবাদ করে উঠেছিল । যার ফলশ্রুতিতে আজকে আমরা এই বাংলাতে মনের ভাব প্রকাশ করতে পারছি ।

এই শহীদরা যদি এখনও বেঁচে থাকতেন তাহলে দেখতেন কিভাবে উর্দূরই মাসতুতু ভাই হিন্দীকে তাদের উত্তরসূরীরা রপ্ত করে নিচ্ছে । বাংলা ভাষার চেয়ে হিন্দীতে কথা বলাটা আজ এক স্ট্যাটাস সিম্বলে পরিনত হয়েছে ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
125805
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ারা আমাদেরকে বুঝার তাওফীক দান করুন। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
171964
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
125806
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
172053
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
ইমরান ভাই লিখেছেন : হুম.....ঠিক বলেছেন। +++
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
125807
প্রিন্সিপাল লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
172076
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক বলেছেন ,তবে আপনার সাথে একমত হলে যে চেতনার ব্যবসা চলবে না
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
125813
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আবব্দুল্লাহ শাহীন!
আমাদের সমাজের অধতনের কারণ যদি লক্ষ করি তাহলে দেখব যে, এটাই মূল কারণ।

আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার ও সে অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন
১০
172128
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : আমাদের সেই গর্বের ভাষা আজ হিন্দীর ভারে চিড়ে চ্যাপ্টা হচ্ছে, তাকে বাঁচান আগে৷
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
126055
প্রিন্সিপাল লিখেছেন : আমরা সজাগ হলেই, স্বীয় ভাষাকে অপমান থেকে উদ্ধার করা সম্ভব। নইলে শহীদদের সাথে বেঈমানী করা হবে।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন।
১১
173443
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
সবুজেরসিড়ি লিখেছেন : ঠিকই বলেছেন কিন্তু তাহলে চেতনা ধারক দের কি হবে . . .
১২
177986
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
অজানা পথিক লিখেছেন : পিউর থট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File