কাকে বোকা বলবেন?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪০:৫৬ রাত
কোন গ্রাম্য স্কুলে নতুন শিক্ষ যোগদান করে প্রথম ক্লাসে গিয়ে ইতিহাস বিষয়ে পড়াচ্ছেন।
ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন:
নবাব সিরাজুদ্দৌলাকে কে হত্যা করেছিল?
রাজু: স্যার বিশ্বাস করেন, আমি হত্যা করিনি।
বকুল: স্যার আমি তো গত কাল স্কুলেই আসিনি।
লিটন: স্যার আমি শপথ করে বলতে পারি, একাজ আমি করিনি।
লালু: স্যার আমি কখনো বিড়াল মারিনি, মানুষ তো দূরের কথা।
কাজল: স্যার আমি মাথা হাত ছুয়ে বলছি, আমি হত্যা করিনি।
স্যার, আমি না।
স্যার আমি না।
স্যার, …. না
স্যার, … না
অবশেষে, প্রধান শিক্ষকের নিকট গিয়ে বললেন, আপনার স্কুলের ছাত্ররা এমন বোকা কেন? আমি তাদেরকে এ প্রশ্নটি করলাম, আর তারা এভাবে উত্তর দিল।
প্রধান শিক্ষ চক্ষু লাল করে বললেন: আপনি নতুন এসেছেন। তবে আপনি নিজের সম্মান বজায় রেখে কথা বলবেন।
শিক্ষক: কেন স্যার, আমার অপরাধটা কোথায়?
প্রধান শিক্ষক: আপনি কি নিশ্চিত যে, আমার ছাত্ররাই নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করেছে?
বিষয়: বিবিধ
২১৯৪ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ।
সে কেন এমন প্রশ্ন করতে যাবে?
সে সময় তো ছাত্রদের পিতারও জন্ম হয়নি। তারা কেমনে জানবে?
অনেক ধন্যবাদ।
অনেদ ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
আল্লাহ যেন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে জাতিকে উদ্ধার করার তাওফীক দান করেন। আমীন
অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
এক ছেলে ৪৫ বছর পার হয়ে যাচ্ছে বিয়ে করেনাই।
তো ওর এক বন্ধু জিজ্ঞাস করলো।
বন্ধু: তুই বিয়ে করিসনা কেন?
ছেলে: একটি পারফেক্ট মেয়ের সন্ধানে দোস্ত।
বন্ধু: একটিও কি পারফেক্ট মেয়ে পাসনি?
ছেলে: পেয়েছিলাম কিন্তু সেই পারফেক্ট মেয়েটি আবার একটি পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।
অনেক হাসি হাসলাম আপনার লেখাটি পড়ে
দন্তের প্রশংসা করবেন না জেন।
আর দন্তের কি প্রশংসা করব? মনে আপনি প্রতিদিন সকালে নিম ডাল দিয়ে দাতন করেন। তাই তো মনে হয় এখনও সীমের বিচি আপনার নিকট পরাস্ত।
হুম শুধু সীমের বিচি.......?আরো কতো কি।
আপনাদের জীবন সুখের হোক।
না, ভাই! এ কাজ করতে যাবেন না। আমি সবার পক্ষ থেকে অনুরোধটি করলাম।
আশা করি অনুরোধটি অবহেলার চোখে দেখবেন না।
মন্তব্য করতে লগইন করুন