আজকের ক্রিকেট যারা দেখছেন!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ৩০ জানুয়ারি, ২০১৪, ১২:৩১:৫৩ দুপুর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মাঝে প্রথম ও দ্বিতীয় টেষ্ট খেলা দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আপনাদের নিকট আমার আকুল আবেদন:
আপনারা আমাদের খেলোয়াড় ভাইদের জন্যিআল্লাহর দরবারে প্রার্থনা করুন, তিনি যেন তাদের মনোবল বাড়িয়ে দেন। তাদেরকে শক্তি দান করেন।
তাদেরকে বুঝে-শুনে খেলার তাওফীক দান করেন।
তারা যেন টেষ্ট খেলাগুলি টি২০ এর মত না খেলে।
তারা যেন দেশের ভাবমুর্তির কথা ভেবে খেলেন।
তারা যেন জনগণের মুখ উজ্জল করার জন্য খেলেন।
তারা যেন পূর্ণ মন মানসিকতার সাথে খেলেন।
তারা যেন ..
তারা যেন...
তারা যেন..
আল্লাহ তায়ালা যেন আমাদের জাতির সম্মানকে উজ্জল করার তাওফীক দান করেন। আমীন
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ১ম টেস্টই তো এখন শেষ হয় নাই ! দ্বিতীয় টেস্ট আপনি আগেই দেখে ফেলেছেন স্যার ?
আমার বেলাতেও তাই হয়েছে।
অর্থাৎ প্রথম ও দ্বিতীয় খেলাটি।
প্রথমটিকে মাত্র ২৩২ রান।
আর দ্বিতীয়টি ২১৮ রান আর উধাও ৯জন।
অপ্রত্যাশিত ভুলের জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
অনেক ধন্যবাদ আপনাকে।
বিস্তারিত পড়ুন
Click this link
আল্লাহর সমীপে প্রার্থনা তিনি যেন আমাদের এ অবস্থার হতে উত্তরণের তাওফীক দান করেন।
আমাদের কি আরো রক্তের সাগর...
হে আল্লাহ! তুমি আমাদেরকে হেফাজত কর।
অনেক ধন্যবাদ ভাইকে।
ধন্যবাদ ভাইকে।
আল্লাহ তায়ালা রক্ষা করুন। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
মারলো যে দেখ ডাব্বা
রয়েল বেঙ্গল টাইগার এবার
বিড়াল ছানার আব্বা।
রুবেলেরা বল করে আর
বল হয়ে যায় অক্কা
আমপায়ারে দু, হাত তুলে
দেয় জানিয়ে ছক্কা।
ছয়ের পরে চারের মারে
গেলারিটা দোলে
মারের পরে মার খেয়ে যে
বলের চামড়া ফোলে।
মেঘ দেখে কেউ করিসনে ভয়
সূর্য হাসে আড়ালে
সূর্য মামার মিলবে দেখা
পা দুটি যে বাড়ালে।
আসবে বিজয় ভরবে হৃদয়
কে ঠেকাবে তারে
ক্ষেপলে টাইগার তাদের সাথে
আর কি কেহ পারে?
অবাক হয়ে দেখি:
আমাদের অনেকেই যে কোন বিষয় তাতক্ষনিক কবিতাকারে প্রকাশ করতে পারেন।
আমরা তাদের নিকট আবেদন জানাই, তারা যেন তাদের সেই প্রতিভাকে কাজে লাগান।
আল্লাহ তায়ালা তাদেরকে তাওফীক দান করুন। আমীন।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন