বলুন দেখি পারেন নাকি?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৮ জানুয়ারি, ২০১৪, ০৭:১৫:০১ সন্ধ্যা

কে? কোন তারিখে? কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

উত্তর:

তিনি হলেন:.............

তারিখটি:...............

বেতার কেন্দ্রটি:..............

সবাই সুখে থাকুন।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169080
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বিন হারুন লিখেছেন : তিনি হলেন শেখ মুজিব, গোপাল গঞ্জ বেতার কেন্দ্র থেকে, ২০১১ সালে. Winking
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
122881
প্রিন্সিপাল লিখেছেন : আপনি কি নিশ্চিত?
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
122884
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি নিশ্চিত তবে শেখ মুজিব নয় জয় ।
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
122887
প্রিন্সিপাল লিখেছেন : আপনার কথায় কি আপনি নিশ্চিত?
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
122895
বিন হারুন লিখেছেন : নিশ্চিত কেমনে? আমার কি তখন জন্ম হয়েছিল?Happy
169105
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
আবু আশফাক লিখেছেন : বিন হারুন লিখেছেন : তিনি হলেন শেখ মুজিব, গোপাল গঞ্জ বেতার কেন্দ্র থেকে, ২০১১ সালে.
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
122891
প্রিন্সিপাল লিখেছেন : আপনি কি তার সাথে সহমত?
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
123130
আবু আশফাক লিখেছেন : আৎই একমত না অইলে কি কপি পেস্ট কইত্যাম?
169112
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
শিহাব আল মাহমুদ লিখেছেন :

তিনি হলেন খালেদা জিয়া

তারিখটি:যে দিন আওয়ামিলিগের পতন হবে

বেতার কেন্দ্রটি:খালেদা জিয়ার গুলশান কার্যালয়

সবাই সুখে থাকুন।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
122903
বিন হারুন লিখেছেন : হুম, তাহলে এখনো স্বাধীনতা ঘোষণা হয় নি.Tongue
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
122920
প্রিন্সিপাল লিখেছেন : তাই নাকি?
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:২২
123038
শিহাব আল মাহমুদ লিখেছেন : তো আর কি? বিন হারুন প্রিন্সিপাল
169120
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাই ঘোষনাটি আমি আবার দিচ্ছি সেটা হলো বাংলাদেশ নামক কারাগার থেকে, যেখানে হাজার হাজার মজলুম বিনা অপরাধে বন্ধি আছে।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
122921
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ সবার সহায় হোন।
169122
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
হতভাগা লিখেছেন : আপনার মতলব কি স্যার ? ব্লগটারে কি বন্ধ করতে চান নাকি ? অনেক গুতাগুতির পর ব্লগে ঢুকছি । নতুন ডোমেইন না কি খুলছে ।

ঢুইকাই এইরকম পোস্ট দেইখা মেজাজ খারাপ হইয়া গেল ।

এত কিছুর পরও কি আপনাদের আক্কেল হয় না ।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
122911
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে তাই আমি আমার মন্তব্যটাকে সেভাবে করেছি. যাতে ব্লগটা বন্ধ না হয়.
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
122923
প্রিন্সিপাল লিখেছেন : সঠিক ইতিহাস জানা তো গুতাগুতির কিছু থাকতে পারে না।
অনেক ধন্যবাদ।
169124
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি।
২০১৪ সালের ২৮ জানুয়ারি
স্বনির্মিত এফ এম ট্রান্সমিটার থেকে।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
122937
প্রিন্সিপাল লিখেছেন : অর্থাৎ আজই।
169237
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
নূর আল আমিন লিখেছেন : মুজিব বাপা বয়ান দিয়াছিলেন
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
123171
প্রিন্সিপাল লিখেছেন : আসলে কি ঠিক?
169246
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫০
শেখের পোলা লিখেছেন : স্যার, আপনিই বলুন আমরা শুনে কান জুড়াই৷
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
123172
প্রিন্সিপাল লিখেছেন : আমার মনে হয়, আপনি উত্তরটা জানেন।
169342
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : মুহাম্মদ সাইফুল আলম,প্যারিস থেকে আমি আজ এই মুহুর্তে ঘোষনা দিলাম। আগামী কাল আপনি একটা পোষ্ট দিয়ে সবাইকে জানিয়ে দিবেন কিন্তু।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
123173
প্রিন্সিপাল লিখেছেন : সবাই জেনে নিন, ভাই মুহাম্মদ সাইফুল আলম এই মুহুর্তে ঘোষনা দিলেন।
আগামী পাঠ্য পুস্তকে ছাপানো জন্য আবেদন করা হোক।
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
123341
প্যারিস থেকে আমি লিখেছেন : কই মিয়া একটা পোষ্ট দেয়ার দায়িত্ব দিলাম,দিলেন নাতো।
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
123406
প্রিন্সিপাল লিখেছেন : হবেই ভাই হবে,
১০
169491
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
মাননীয় অধ্যক্ষ মহোদয়
সাবেক বিডিটুমোরো বর্তমানে বাংলাদেশের উপরে নাকি ভিতরে বুঝবার পারছি না।

বিষয়ঃ প্রশ্নপত্রে জটিলতা প্রসংগে।

বিনীত আক্কেপ এই যে, আজকের উত্তর সংগ্রহ ব্লগীয় পরীক্ষায় আপনার এই জটিল প্রশ্নের অন্তর্নিহিত মাজেজা ইতিমধ্যেই অনেকেই বুঝে ফেলেছে। ফলে কেউ কেউ আমার আগেই পরীক্ষার উত্তরপত্র লিখে জমা দিয়েছে। অতীতের প্রত্যেকটি পরীক্ষায় নকল করে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব স্বরূপ চায়না থেকে একটি স্কলারশীপও পেয়েছি যে কোন ধরনের দুই নম্বরী বিষয়ে নিম্নতর (নিম্ন মানেরও বলতে পারেন) গবেষণার জন্য। কিন্তু আজকের প্রশ্নপত্রে মূল প্রশ্নটা না বুঝার কারণে নকলও করতে পারছি না সাপোর্টিং বই পুস্তক থেকে সাহায্যে নেয়ার জন্য। প্রশ্নপ্রত্রে কোন দেশের স্বাধীনতার কথা বলা হয়েছে তা উল্লেখ নেই। তার পরেও যেহেতু চায়না থেকে স্কলারশীপ পেয়েছি তাই তাদের অনুমানের (তারা বলেছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় চায়না) বিত্তিতে ধারণা করতে পারি যে,.....................
........................
........................

বিনীত নির্দেশক্রমে
গ্যাঞ্জাম খান
অন লাইন থেকে
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
123407
প্রিন্সিপাল লিখেছেন : সত্য জানার চেষ্টা করাটা সবার প্রত্যাশা।
১১
169629
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৫
সায়েম খান লিখেছেন : ৪৩ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ...
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
123408
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে কবূল করুন। আমীন
১২
169654
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
বুড়া মিয়া লিখেছেন : কেউ দেখি উত্তর দেয় নাই! তবে সবাই মনে হয় জানে ...
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
123409
প্রিন্সিপাল লিখেছেন : সম্ভবত তাই হবে।
১৩
170034
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
অজানা পথিক লিখেছেন : অজানা পথিক, তিরিশে জানুয়ারী দু হাজার চৌদ্দ তারিখে তাঁর কমেন্টসীয় বাক স্বাধীনতার ঘোষনা দেয়--- Happy
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
123944
প্রিন্সিপাল লিখেছেন : সত্যিই?
১৪
170753
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২০
দ্য স্লেভ লিখেছেন : স্বাধীনতার ঘোষনার দিনটি নিয়ে সবাই মোটামুটি একমত। কিন্তু কে ঘোষনা করেছিল তা নিয়ে দেশ দুভাগে বিভক্ত। আমার মত হল তারা দুজনে মিলে ঘোষনা করেছিল,এ্ই মত না মানলে- আমিই ঘোষনা করেছিলাম......
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
124785
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর সমাধান।
আপনাকে অনেক ধন্যবাদ।
১৫
170824
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভাই, আমরা যারা ৭১ দেখেছি সবাই স্বাধীনতার ঘোষক।
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
124786
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
১৬
170856
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
সালাহ লিখেছেন : এসব সাধারন বিষয় নিয়ে ত্যানা প্যাচানোর কিছু নেই
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
124787
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
১৭
171179
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৪৪
সাইদ লিখেছেন : সঠিক কনো উত্তর নেই.যে যার সমর্থন করে তার দিকে উত্তর যায়.
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
125289
প্রিন্সিপাল লিখেছেন : সত্যিই বলছেন তো?
১৮
171505
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
সিকদারর লিখেছেন : কে? কোন তারিখে? কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

উত্তর:

তিনি হলেন:..শেখ মুজিবর রহমান

তারিখটি:.... ৭ ই মার্চ।

বেতার কেন্দ্রটি:...রেসকোর্স ময়দান ।

( মাইন্ড কইরেন না যেদিকে বাতাস সেদিকে পাল তোলাই কি বুদ্ধিমানের কাজ নয় কি? )
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
125290
প্রিন্সিপাল লিখেছেন : যে দিকে বাতাস বয়, সে দিকেই নৌকা নাও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File