বলুন দেখি পারেন নাকি?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৮ জানুয়ারি, ২০১৪, ০৭:১৫:০১ সন্ধ্যা
কে? কোন তারিখে? কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
উত্তর:
তিনি হলেন:.............
তারিখটি:...............
বেতার কেন্দ্রটি:..............
সবাই সুখে থাকুন।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনি হলেন খালেদা জিয়া
তারিখটি:যে দিন আওয়ামিলিগের পতন হবে
বেতার কেন্দ্রটি:খালেদা জিয়ার গুলশান কার্যালয়
সবাই সুখে থাকুন।
ঢুইকাই এইরকম পোস্ট দেইখা মেজাজ খারাপ হইয়া গেল ।
এত কিছুর পরও কি আপনাদের আক্কেল হয় না ।
অনেক ধন্যবাদ।
২০১৪ সালের ২৮ জানুয়ারি
স্বনির্মিত এফ এম ট্রান্সমিটার থেকে।
আগামী পাঠ্য পুস্তকে ছাপানো জন্য আবেদন করা হোক।
মাননীয় অধ্যক্ষ মহোদয়
সাবেক বিডিটুমোরো বর্তমানে বাংলাদেশের উপরে নাকি ভিতরে বুঝবার পারছি না।
বিষয়ঃ প্রশ্নপত্রে জটিলতা প্রসংগে।
বিনীত আক্কেপ এই যে, আজকের উত্তর সংগ্রহ ব্লগীয় পরীক্ষায় আপনার এই জটিল প্রশ্নের অন্তর্নিহিত মাজেজা ইতিমধ্যেই অনেকেই বুঝে ফেলেছে। ফলে কেউ কেউ আমার আগেই পরীক্ষার উত্তরপত্র লিখে জমা দিয়েছে। অতীতের প্রত্যেকটি পরীক্ষায় নকল করে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব স্বরূপ চায়না থেকে একটি স্কলারশীপও পেয়েছি যে কোন ধরনের দুই নম্বরী বিষয়ে নিম্নতর (নিম্ন মানেরও বলতে পারেন) গবেষণার জন্য। কিন্তু আজকের প্রশ্নপত্রে মূল প্রশ্নটা না বুঝার কারণে নকলও করতে পারছি না সাপোর্টিং বই পুস্তক থেকে সাহায্যে নেয়ার জন্য। প্রশ্নপ্রত্রে কোন দেশের স্বাধীনতার কথা বলা হয়েছে তা উল্লেখ নেই। তার পরেও যেহেতু চায়না থেকে স্কলারশীপ পেয়েছি তাই তাদের অনুমানের (তারা বলেছিলেন বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় চায়না) বিত্তিতে ধারণা করতে পারি যে,.....................
........................
........................
বিনীত নির্দেশক্রমে
গ্যাঞ্জাম খান
অন লাইন থেকে
আপনাকে অনেক ধন্যবাদ।
উত্তর:
তিনি হলেন:..শেখ মুজিবর রহমান
তারিখটি:.... ৭ ই মার্চ।
বেতার কেন্দ্রটি:...রেসকোর্স ময়দান ।
( মাইন্ড কইরেন না যেদিকে বাতাস সেদিকে পাল তোলাই কি বুদ্ধিমানের কাজ নয় কি? )
মন্তব্য করতে লগইন করুন