৫টির পূর্বেই ৫টি
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:০২:১৮ রাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: পাঁচটির পূর্বে পাঁচটিকে কাজে লাগাও।
বৃদ্ধ আসার পূর্বেই যৌবনকে কাজে লাগাও
অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে কাজে লাগাও
অভাবী হওয়ার পূর্বেই সচ্ছলতাকে কাজে লাগাও
ব্যস্থ হওয়ার পূর্বেই অবসরকে কাজে লাগাও
মৃত্যু আসার পূর্বেই জীবনের সময়গুলিকে কাজে লাগাও
আল্লাহ তায়ালা আমাদেকে সুযোগের সদ্ব্যবহার করার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমরান ভাই ধন্যবাদ ।
আপনাকেও অনেক ধন্যবাধ।
তিনি যেন আমাদেরকে সবাইকে জান্নাতী করেই মৃত্যু দান করেন।
হে আল্লাহ তুমি সাইদ ভাই ও আমাদের সবাইকে তোমার পথে পরিচালিত কর। আমীন
তিনি যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিক আমল করার তাওফীক দান করেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখাটি পরে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ স্মরণ করিয়ে দেয়ার জন্য।
আর কোন অমুসলিমও এই পাচঁটি মৌলিক বিষয়ে নিজের পার্থিব ও জাগতিক বিষয়াবলী ও নিজের জীবন চক্র পারিচালিত করে তবে তিনিও অন্তত দুনিয়াবী জীবনে পরম সফলতা পাবেন এতে কোন সন্দেহ নেই। মহানবী (সা) এই বাণীটি কোন সাধারণ আক্কেল জ্ঞানওয়ালা মানুষের কর্ণকুহরে ডুকে তবে নিশ্চয়ই তার বুঝে আসার কথা নবী (সা) আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠতম মহাসৃষ্টি।
আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন
আল্লাহ তায়ালা আমাদেরকে সেই তাওফীক দান করুন।
আপনাকে অনেক ধন্যবাধ।
মন্তব্য করতে লগইন করুন