গল্পটি পড়ে কি বুঝলেন? কি শিখলেন? কি করণীয়? (পরবর্তীতে সবার মতামত প্রকাশ করব, ইনশাআল্লাহ)
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ জানুয়ারি, ২০১৪, ০১:৫৩:০১ দুপুর
মুচীর বাড়ীতে নব-বধু এসেছে যে নাকি মুচীর ঘরের কন্যা না।
আসার পর যা হয়। দুর্গন্ধ কাকে বলে, তা তো হাড়ে হাড়ে টের যাচ্ছে। কিন্তু নব-নধু তো। সইয়ে যাওয়াটাই বুদ্ধিমতীর কাজ। কিন্তু এর জন্য তো কিছু একটা করা দরকার, যার দরূন দুর্গন্ধ দূর হয়।
এজন্য দিনের বেশীর ভাগ সময় ব্যয় করে ঘর, উঠান ও বাড়ীর আনাচে কানাচে পরিস্কার করার জন্য।
এভাবে কয়েক দিন অতিবাহিত হওয়ার পর দুর্গন্ধ অনেকটা কম মনে হচ্ছে। আরো কয়েক দিন অতিবাহিত হওয়ার পর দুর্গন্ধ একেবারেই বিদায় নিয়েছে।
নব-বধু এবার শাশুড়ীকে ডেকে বলল: আমি এ বাড়ীতে আসার পূর্বে কতই না অপরিস্কার থাকত এবং দুর্গন্ধে টেকা যেত না। আর আমি এসে বাড়ীটাকে এমনভাবে পরিস্কার করেছি, যার কারণে বর্তমানে বাড়ীতে একটুও দুর্গন্ধ নেই।
শাশুড়ী বলল: বউ মা! দুর্গন্ধ ঠিকই আছে, কিন্তু তোমার নাক সইয়ে ফেলেছে।
পশু চামড়ার আগমন যেভাবে আগে হত, এখনও সেভাবেই হচ্ছে।
সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন