গল্পটি পড়ে কি বুঝলেন? কি শিখলেন? কি করণীয়? (পরবর্তীতে সবার মতামত প্রকাশ করব, ইনশাআল্লাহ)

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ জানুয়ারি, ২০১৪, ০১:৫৩:০১ দুপুর

মুচীর বাড়ীতে নব-বধু এসেছে যে নাকি মুচীর ঘরের কন্যা না।

আসার পর যা হয়। দুর্গন্ধ কাকে বলে, তা তো হাড়ে হাড়ে টের যাচ্ছে। কিন্তু নব-নধু তো। সইয়ে যাওয়াটাই বুদ্ধিমতীর কাজ। কিন্তু এর জন্য তো কিছু একটা করা দরকার, যার দরূন দুর্গন্ধ দূর হয়।

এজন্য দিনের বেশীর ভাগ সময় ব্যয় করে ঘর, উঠান ও বাড়ীর আনাচে কানাচে পরিস্কার করার জন্য।

এভাবে কয়েক দিন অতিবাহিত হওয়ার পর দুর্গন্ধ অনেকটা কম মনে হচ্ছে। আরো কয়েক দিন অতিবাহিত হওয়ার পর দুর্গন্ধ একেবারেই বিদায় নিয়েছে।

নব-বধু এবার শাশুড়ীকে ডেকে বলল: আমি এ বাড়ীতে আসার পূর্বে কতই না অপরিস্কার থাকত এবং দুর্গন্ধে টেকা যেত না। আর আমি এসে বাড়ীটাকে এমনভাবে পরিস্কার করেছি, যার কারণে বর্তমানে বাড়ীতে একটুও দুর্গন্ধ নেই।

শাশুড়ী বলল: বউ মা! দুর্গন্ধ ঠিকই আছে, কিন্তু তোমার নাক সইয়ে ফেলেছে।

পশু চামড়ার আগমন যেভাবে আগে হত, এখনও সেভাবেই হচ্ছে।

সবাইকে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166276
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
সিকদারর লিখেছেন : আমাদের অবস্থাও তাই । দেশ আগে যেমন খুন-খারাবী ছিল এখনও আছে । এখন তা আমাদের স হ্য হয়ে গেছে তাই মনে এখন পরিস্থিতি শান্ত (?? ) ।
166322
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজের বাস্তব অবস্তা তুলে ধরার জন্য ধন্যবাদ।
166402
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : একটা নাটক দেখেছিলাম,নাটকে নায়ক একটা নতুন বাসা ভাড়া নেয়,বাসার কাছে ফুটপাতে একটা রেষ্টুরেন্ট ছিলো যেখানে ফুল ভলিওমে গান বাজানো হত।নায়ক অনেক চেষ্টা করেও ভলিওম কমাতে পারেনি।কি আর করা বাধ্য হয়ে কষ্ট করে থাকার চেষ্টা।শেষে এমন হলো একদিন ওখানে কোন গান বাজতেছেনা যার কারনে নায়কেরও ঘুম আসতেছেনা ।কি বুঝলেন?
166432
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : মোক্ষম উদাহরণ৷
166441
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
মাটিরলাঠি লিখেছেন : মুচীর বউয়ের তবু নাক ছিল, আমাদের তাও নেই।
166453
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
ইমরান ভাই লিখেছেন : কিসের সাথে উদাহরনটা মিলাবো বুঝতে পারছিনা.. Thinking Thinking Thinking Thinking
অনেক ধন্যবাদ
166494
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
সবুজেরসিড়ি লিখেছেন : বর্তমান দেশের যে অবস্থা তার জন্য উকৃষ্ট উদহরণ পাওয়া যায় এই গল্পের মাঝে . . .
167781
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ
169731
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
বুড়া মিয়া লিখেছেন : শিখলাম এখন আরও গন্ধ উৎপাদন হচ্ছে!
১০
169986
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪০
অজানা পথিক লিখেছেন : বাস্তবতার সূক্ষ পর্যবেক্ষন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File