আপনার সন্তানের ভাল-মন্দের পিছনে আপনি কতটুকু দায়ী???!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২১ জানুয়ারি, ২০১৪, ০৭:২৩:৫৯ সন্ধ্যা
কোথা থেকে সংগ্রহ করেছিলাম, তা জানা নেই, তবে উপকার হবে বলে আশা রাখি।
এ প্রসঙ্গে বর্তমান সময়ের বিখ্যাত আরব পণ্ডিত ও সমাজবিজ্ঞানী ড. তারিক আলহাবীব বলেন:
# আপনার সন্তান বেশি বেশি মিথ্যা কথা বলে!
কারণ, আপনি তার কাছ থেকে কানায় কানায় হিসাব নেন।
#আপনার সন্তান আত্মবিশ্বাসী নয়!
কারণ, আপনি তাকে উৎসাহ দেন না।
#আপনার সন্তান কথা-বার্তায় খুবই দুর্বল!
কারণ, আপনি তার সাথে সংলাপে মেতে ওঠেন না।
#আপনার সন্তান চুরি করে!
কারণ, আপনি তার চাওয়া পুরণ করেন না।
#আপনার সন্তান ভীরু ও সাহসহীন!
কারণ, আপনি তাকে নিয়ে ধাক্কা-ধাক্কি করেন।
#আপনার সন্তান অপরকে সম্মান ও শ্রদ্ধা করে না!
কারণ, আপনি তার সাথে নরম স্বরে কথা বলেন না।
#আপনার সন্তান দীর্ঘ সময় রেগে থাকে!
কারণ, আপনি তার প্রশংসা করেন না।
#আপনার সন্তান কৃপণতা করে!
কারণ, আপনি তাকে দানের ক্ষেত্রে সহযোগিতা করেন না।
#আপনার সন্তান অপরের সাথে শত্রুতা করে!
কারণ, আপনি নিজেই সহিংস পরায়ন।
#আপনার সন্তান দুর্বল চিত্তের!
কারণ, আপনি তাকে কথায় কথায় ধমক দেন।
#আপনার সন্তান ঈর্ষাকাতর!
কারণ, আপনি তাকে অবজ্ঞা করেন।
#আপনার সন্তান আপনাকে বিরক্ত করে!
কারণ, আপনি তাকে সহজে মেনে নেন না।
#আপনার সন্তান আপনার অনুগত নয়!
কারণ, আপনি বেশি বেশি জবাবদিহিতা চান।
#আপনার সন্তান বাঁকা পথে চলে!
কারণ, আপনি সর্বদা নিজ কাজে ব্যস্ত থাকেন
সংগৃহীত
বিষয়: বিবিধ
২৩০৬ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আল্লাহ তায়ালা আপনাকেও উত্তম প্রতিদান দান করুন। আমীন
একজন ভাল মা পারেন একটি সুন্দর সমাজ উপহার দিতে।
স্ত্রী-সন্তান নিয়ে সুখে থাকুন, এ কামনায় করি।
স্ত্রী-সন্তান নিয়ে সুখে থাকুন, এ কামনায় করি।
কাদছেন কেন? স্ত্রী-সন্তান নাই?
হবে, ইনশাআল্লাহ।
তবে বিয়ের দাওয়াতের অপেক্ষায় থাকলাম।
সামনে আর ভুল হবে না বেলে আশা রাখি।
প্রিয় বোনটি আমার, সবাইকে নিয়ে সুখে থাকুন।
মন্তব্য করতে লগইন করুন