আমাদের সমাজের কিছু কুসংস্কার যা পরিহার করা একান্ত প্রয়োজন (চতুর্থ পর্ব)
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:২১:২৭ রাত
চতুর্থ পর্ব
৬১) সকাল বেটা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়– দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না।
৬২) রাতের বেলা কোন কিছু লেন-দেন করা যাবে না।
৬৩) সকাল বেলা দোকান খুলে যাত্রা (নগদ বিক্রি) না করে কাউকে বাকী দেয়া যাবে না। তাহলে সারা দিন বাকীই যাবে।
৬৪) দাঁড়ী-পাল্লা, মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, না হলে লক্ষ্মী চলে যাবে।
৬৫) শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক থাকে।
৬৬) রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে ধই বলতে হয়।
৬৭) বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে।
৬৮) কোন ফসলের জমিতে বা ফল গাছে যাতে নযর না লাগে সে জন্য মাটির পাতিল সাদা-কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে।
৬৯) বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল কাদের জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যাবে।
৭০) নখ চুল কেটে মাটিতে দাফন করতে হবে, কেননা বলা হয় কিয়ামতের দিন এগুলো খুঁজে বের করতে হবে।
৭২) মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে।
৭৩) স্ত্রীগণ তাদের নাকে নাক ফুল না রাখলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ।
৭৪) দা, কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত-পা কেটে যাবে।
৭৫) গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে।
৭৬) বেচা কেনার সময় জোড় সংখ্যা রাখা যাবে না। যেমন, এক লক্ষ টাকা হলে তদস্থলে এক লক্ষ এক টাকা দিতে হবে। যেমন, দেন মোহর (কাবীন) এর সময় করে থাকে, একলক্ষ এক টাকা ধার্য করা হয়।
৭৭) বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-গুজব করছে, তখন তাদের মধ্যে অনুপস্হিত কাউকে নিয়ে কথা চলছে, এমতাবস্থায় সে উপস্থিত হলে, কেউ কেউ বলে উঠে “দোস্ত তোর হায়াত আছে।” কারণ একটু আগেই তোর কথা বলছিলাম।
৭৮) হঠাৎ বাম চোখ কাপলে দুখঃ আসে।
৭৯) বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়ির কেউ পেছন থেকে ডাকলে অমঙল হয়।
৮০) স্বামীর নাম বলা জাবে না এতে অমঙল হয়।
আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার কৃসংস্কার থেকে বাচার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
২৬৯৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
(ঝড়ে বক মরে আর ফকিরের কারামতি বাড়)
প্রবাদটি মতই হয়।
আর অনেকের মুখে একটি প্রবাদ শুনা যায়:
(ঠকলে বাপকেও বলতে নেই।)
আবার:
বিপদ যে প্রতি দিন আসবে এমন তো নয়।
আমি সুন্দরবন এলাকায় গিয়ে শুনলাম: অমুকের নিকট থেকে রুমাল পড়ে নিলে, বাঘে আক্রমন করে না। তবে এলাকার মানুষ অনেকেই বলেছেন যে, কথাটি ঠিক না। অমুক নিয়েছিল, সে তো বাঘের আক্রমনেই মৃত্যুবরণ করেছে।
আর যাদের কিছু হয়নি, তাদের সাসমে বাঘ আসেইনি।
ভাইকে অনেক ধন্যবাদ।
ভাই সায়েম খানকে অনেক ধন্যবাদ।
রাসূল (সাঃ) বলেন: তোমার দ্বারা যদি একজন মানুষও সুপথ পায়, তবে তা হবে লাল উট অপেক্ষা উত্তম।
অর্থাৎ সে যুগে সর্বোত্তম সম্পদ বলতে, লাল উটকে বুঝানো হত।
আল্লাহ তায়ালা আপনার সহায় হোন। আমীন
আমার বউ গতকাল এই প্রশ্ন করেছিলো আমাকে "স্বামীর নাম ধরে ডাকা জাবে কি না" কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চায় এর সমাধান কি হবে।???
কিছু বলতে পারিনাই। বলেছি পরে জানাবো।
আপনি কি কিছু বলতে পারেন??
আপনার মত একজন জ্ঞানী মানুষ যদি একথা বলেন, তবে কি বলব।
স্বামীর নাম নেয়া যাবে। যেমন ফাতেমা (রাঃ) আলী (রাঃ)কে নাম ধরেই সম্বোধন করতেন।
আরো অনেক প্রমাণ রয়েছে। হাদীসের ঘটনাগুলি পড়ুন, তাতে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতেন।
আমাদের সমাজের অবস্থা যেন এরকম:
স্ত্রী স্বামীকে বলছে: তোমাকে পা দিব?
স্বামী উত্তরে বলে: খাবার প্লেটে পা দিবে কেন?
স্ত্রী: তোমার নাম রানু তো তাই রান বলতে পারছি না। বিধায় পা বলেছি।
এবার স্বামী বলছে: রান বলতে পারছ না, এবার তো নামটাই বললে।
আপনার ঘটনাটাই বউকে বলবো।
তবে আমাদের নিজেকে সজাগ হতে হবে এবং সমাজকে সতেচন করে তুলতে হবে।
অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন