মহা বিজ্ঞানীকে যারা জুতা মেরেছেন, তাদের কি মান-সম্মান নাই????!!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৬ জানুয়ারি, ২০১৪, ১০:৩১:৩৩ রাত

মহা শক্তির আবিস্কারক মহা বিজ্ঞানীকে যারা জুতা মেরেছেন, তাদের কি মান-সম্মান বলতে কিছই নেই। এমনকি তাদের বিবেক-বুদ্ধি বলতেও কি কিছু নেই?

যারা মেরেছেন, তাদেরকে বলছি: আপনারা নোংরা বস্তুকে জুতা মেরে জুতাকেই অপমান করেছেন।

সে আসলে কে?

# সে তো মহা রাজাকার।

# তার নেতৃত্বে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে।

# গত সরকার আমলের শেষে দিকে তার পুরাতন কালো থাবা বের করে অসংখ্য মানুষকে হত্যা করেছেন।

# তার মিথ্যার তো কোন জুড়ি নেই।

# ...

#...

#...

তারপর আপনারা যারা তাকে জুতা মেরেছেন, তারা নিকেজে শুধরান, কেননা এমন নিকৃষ্ট জীবকে জুতা মারলে, জুতা আপনাকে অভিশাপ দিবে।

তাই, কাজ করার আগে ভাবুন।

বিষয়: বিবিধ

৩০৭৭ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163329
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
বুড়া মিয়া লিখেছেন : যতো গুড় ততো মিঠা! এদের আচরনতো আর এমনি এমনিই সেরকম মিঠা হয়নি, তারা যাকে গুড় মনে করেছে তার বিনিময়ের আচরণ প্রকাশ করেছে – আর আমরা শুধুই দেখে যাচ্ছি!

কি আর হবে আমাদের? এ হায়-হুতাশ ছাড়া!
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
117585
প্রিন্সিপাল লিখেছেন : রাতে অবস্থান করছেন বলে মনে করবেন যে, অন্ধকারই থেকে যাবে। সকালের আলো অবশ্যই অপেক্ষায় রয়েছে।
অনেক ধন্যবাদ।
163347
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৪
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
117621
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
163348
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৫
শিকারিমন লিখেছেন : জুতা আর মারলো কি , একটু জুতা নিয়ে নাড়াচাড়া করলো আর কি , দুষ্টু লোকেরা।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
117622
প্রিন্সিপাল লিখেছেন : আদর করলে কি এভাবে আলতুভাবে করতে হয়?
163364
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
এমএ হাসান লিখেছেন : sob dekhi rajakar hoiya gelo...
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
117646
প্রিন্সিপাল লিখেছেন : হ্যা ভাই!
সবাই রাজাকার হয়ে গেছে।
কেননা, রাজাকার শব্দটা ব্যবহার করে ওরা যেমন ফায়দা লুটেছে, অন্য শব্দ ব্যবহার করে কেউ ফায়দা লুটতে পারেনি।
সত্যিকারের রাজাকাররা তাদের দলেই বেশী আছে, যারা এ শব্দটার ব্যবহারের মাধ্যমে ফায়দা লুটে।
এ সম্পর্কে পরবর্তীতে সময় পেলে লিখব। ইনশাআল্লাহ
163375
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৬
ভিশু লিখেছেন : তাঁর কপালে আরো কি যে আছে, বলা মুশকিল!
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৯
117650
প্রিন্সিপাল লিখেছেন : সময়ই তা বলে দিবে।
তবে সত্যি বলতে কি, সাধারণ জনগণ তাকে কিছুই করতে পারবে না। তার প্রাণের প্রাণ স্বদলীয় লোকই তাকে উচিত শিক্ষা দিবে।
কেননা ইতিহাস থেকে তা জানা যায়। তার বেলায় কি উল্টা হতে পারে?
অনেক ধন্যবাদ।
163408
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
জোবাইর চৌধুরী লিখেছেন : সবেতো শুরু।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
117903
প্রিন্সিপাল লিখেছেন : ভালই বুঝেছেন। শুরু যখন হয়েছে, তবে জনগণ সজাগ হয়েছে বলে মনে হয়।
163487
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৪
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : মহাবিজ্ঞানী না দিয়ে মাহাদার্শনিক দিলে বোধহয় ভালো হত। উনি বিভিন্ন থিওরী যেমন- পিলার তত্ত্ব, জিরো টলারেন্স তত্ত্ব, দেখা মাত্র গুলি তত্ত্ব ইত্যাদি প্রণেতা।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৪
117904
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই বলেছেন। তাকে মহাদার্শনিকই বলা ভাল হবে। কেননা সে তো দার্শন শাস্ত্রের এমন কিছু উদ্ভাবন করেছেন, যার জন্য জনগণ খুশী হয়ে তাকে জুতার তোরা উপহার দিয়েছেন।
163500
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
আবু আশফাক লিখেছেন : এদের মুখে জুতা মারলেই কি আর বিষ্ঠা নিক্ষেপ করলেই বা কি? এদের লজ্জা কখনই হবে না।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
117905
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই বলেছেন। যাদের শরম বলতে কিছু নেই, তাদের শুধু বিষ্ঠা কেন, এর চেয়েও বেশী কিছু মারলেই কি?
163535
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
সালাহ লিখেছেন : যুক্তি উপস্থাপনের জন্য ইলিশ মাছের ঝোল খাওয়ার আমন্ত্রন রইল
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
117906
প্রিন্সিপাল লিখেছেন : ভাই ইলিশটা যেন ডিম ওয়ালা হয়।
আর ভাবীকে বলবেন: তিনি যেন কাচা কলা দিয়ে রান্না করেন।
১০
163572
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
আহমদ মুসা লিখেছেন :

এই গর্দভটারে টয়লেটের রিজার্ভ টাংকির ভিতরে বেধে রাখা উচিত।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
117907
প্রিন্সিপাল লিখেছেন : জুতা বাবাকে জিঞ্জির দিয়ে কে বেধে রেখেছে?
১১
163681
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩০
জেদ্দাবাসী লিখেছেন :
ওরা মানুষও না মন্ত্রিও না, ওরা আওয়ামিলীগ, তাই জুতা বৃষ্টি।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
117916
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই। ওরা যদি মানুষ হত, তবে ওদের কার্যক্রম এত নিচে মেনে যেন তা।
১২
163771
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৮
শেখের পোলা লিখেছেন : দেশে সস্তা জুতার উৎপাদন বাড়াতে হবে৷
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
118131
প্রিন্সিপাল লিখেছেন : বাড়তে থাক। কেননা সামনে আরো বেশী প্রয়োজন হবে।
১৩
163780
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০২
ইবনে হাসেম লিখেছেন : শেখের পোলা লিখেছেন : দেশে সস্তা জুতার উৎপাদন বাড়াতে হবে
১৪
163843
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
ির্যাতন লিখেছেন : ভালো লাগলো
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
118132
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৫
163854
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
আমি মুসাফির লিখেছেন : যার যা পাওনা প্রয়োজনে জনগন ঠিকমত দিতে পেরেছে বলে আমি সবচেয়ে বেশী খুশী । জুতা খাবার পর প্রতিক্রিয়া ব্যক্ত করাও লজ্জাকর কিন্তু এই লজ্জাবোধও এদের নাই তাই আপনার ভাষায় জুতার অপমান।
আর গোলাম মাওলা রনির ভাষায় আওয়ামীদের মান সম্মান এমন জুতা পিটা যদি কিয়ামত পর্যন্ত করতে থাকেন তাহলে যাবে না। তাহলে বুঝুন এরা কোন জানোয়ারের পর্যায়ে নেমে গেছে ।
ধন্যবাদ আপনাকে আওয়ামীদের নিকৃষ্টতম স্ভাবের প্রমানের উদাহরণ দেবার জন্য ।
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
118135
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৬
163864
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৩
সালাহ লিখেছেন : ইন শা আল্লাহ ডিম ওয়ালা ইলিশের আয়োজনই করা হবে । আর এখনও ভাবী লাভ করার সৌভাগ্য জুটেনি । এক ডাক্তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম । সে মেয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে অন্য এক বন্ধুকে বিয়ে করে......@ প্রিন্সিপাল
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
118141
প্রিন্সিপাল লিখেছেন : ভাই সাহাহ!
বিবাহ করার জন্য ডাক্তার ও বড় শিক্ষিতা মেয়ে খুজার আগে, নিজেকে প্রশ্ন করুন, প্রকৃত শিক্ষিতা কারা? যদি প্রকৃত শিক্ষিতাকে বিবাহ করতে পারেন তবেই প্রকৃত সুখী হতে পারবেন।
১৭
164036
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
লুকোচুরি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
118580
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৮
164042
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৯
164328
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : জুতা খেয়ে শেষে আবার মন্ত্রীত্ব পেয়ে যাবে নাতো। ধন্যবাদ।
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
118578
প্রিন্সিপাল লিখেছেন : হতেও পারে। কেননা সেখানে তো পচা বস্তু ব্যতীত অন্য কিছু ঠাই পায় না।
২০
164404
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩১
অজানা পথিক লিখেছেন : জুতার ও তো প্রেষ্টিজ আছে Happy Happy Happy
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
118676
প্রিন্সিপাল লিখেছেন : ঠিকই।
২১
164670
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই জুতাটা কমদামী না বেশদামী।
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১২
118988
প্রিন্সিপাল লিখেছেন : দামী মানুষকে কি কম দামী জুতা কেউ মারে?
২২
164742
২০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৮
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : ভালো লাগলো অনেক
ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
118990
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
২৩
164746
২০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১২
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : বহুদিন পর
জাগিয়া উঠিছে প্রাণ
শুনিতেছি কানপেতে বিজয়েরও
গান।
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
118989
প্রিন্সিপাল লিখেছেন : শুন গান গেয়েই শেষ না হোক, উড়ুক বিজয়ের কেতন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File