আজকের ভোটে শতকরা ১০০% ভোটার অংশগ্রহণ করেছে!!!???

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৫ জানুয়ারি, ২০১৪, ১০:৩১:১২ রাত

অনেকেই শিরোনাম দেখে আশ্চর্য হচ্ছেন, তাই না?

তবে শুনু!!

আজকের ভোটে কত ভাগ লোক ভোট দিয়েছে?

এর উত্তরে আপনিও বলবেন: ১০০% ভাগ ভোট পড়েছে।

এবার আসল কথায় আসা যাক।

কোন কেন্দ্রে ভোট পড়েছে ০% আবার কোন কেন্দ্রে ৪% আবার কোন কেন্দ্রে ভোট পড়েছে ১০%।

আসলে কিন্তু উপরের পরিসংখ্যান থেকে বুঝা যাচ্ছে, যে বর্তশান সরকারী দল তথা আমাদের প্রাণ প্রিয় দলটির জনপ্রিয়তা কিছু এলাকায় ০% আবার কিছু এলাকায় ৪% আবার যে এলাকায় বেশী জনপ্রিয় তা হলো: ১০%।

এ কথা সত্য যে, তাদেরকে যারা সমর্থন করে তারা সবাই ১০০% ভোট দিয়েছে। কেউ ভোট থেকে বিরত থাকেনি।

এবার বুঝে নিন, শতকরা কত ভাগ ভোট পড়েছে।

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159481
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩১
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো
159584
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
আহমদ মুসা লিখেছেন :

আপনার ধারণা সঠিক। গতকাল বাংলাদেশে নির্বাচন নামের যে ড্রামার রিহার্সেল হলো তাতে আসল ভোটারের পরিচয় মিলে উপরের ছবিটি দেখলে।
159625
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
আহমদ মুসা লিখেছেন : শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি ব্লগ লিখেছিলাম। সম্ভব হলে মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানালে খুশী হবো।
এখানে তার লিংক দিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File