রাতে কি কিছু ঘটতে যাচ্ছে?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ জানুয়ারি, ২০১৪, ১০:০৩:৩৭ রাত

আগামী কাল যে ভোট হতে যাচ্ছে, তা ঘিরে সবার মনের অনেক প্রশ্ন উদয় হচ্ছে এবং তা যেন মনের অগোচরেই আরো অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।

# কি হতে যাচ্ছে আগামী কাল?

# আসলেই কি ভোট হবে?

# ভোট হলে তা কি গ্রহণীয় হবে?

# কেন্দ্রগুলি কি নিরাপত্তার চাদরে আবৃত করা সম্ভব হবে?

# ভোট কেন্দ্রিক সংঘাত কতদূর সম্প্রসার হতে পারে?

# জনগণের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, তার সদোত্তর কি কারো কাছে আছে? স্বাধীন দেশে তারা কেন আতঙ্কের মাঝে দিনাতিপাত করবে?

# আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এর বাস্তায়ক কি জনগণ করতে পারছে?

# ভোটাধিকারের পক্ষের শক্তি কারা, যারা ভোট দিবে বাধা দিচ্ছে তারা, নাকি যারা ভোট দেয়ার জন্য উৎসাহিত করছে তারা?

# অনেকে আবার প্রশ্ন করছে, ভোট কেন দিতে হবে, অর্ধে

কের বেশী আসন তো পেয়েই গেছে, সরকার গঠনে তো আর বাধা নেই, সরকার গঠন করলেই পারে, আগামী কাল সংঘাতপূর্ণ ভোট ব্যবস্থার মাধ্যমে জনগণকে কেন ঠেলে দেয়া হচ্ছে?

# অনেকে আবার অপেক্ষায় আছে, আজ রাতের মাঝে হয়ত কিছু একটা হতে যাচ্ছে। যার মাধ্যমে দেশ ও জনগণ এক মহা সংকট ও সংঘাত হতে বেচে যেতে পারে। তা না হলে পরিস্থিতি যে কত ভয়বহ হতে পারে, তা আল্লাহ তায়ালা ছাড়া কেই জানে না।

আমরা আল্লাহ তায়ালা সমীপে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশ ও জাতিকে সংঘাত হতে বাচান এবং আমাদের জাতিকে শান্তিতে বসবাস করার তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159045
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪১
সবুজেরসিড়ি লিখেছেন : আজ রাত্রে কিছু একটা হোক এটাই দোয়া করি না হলে আমরা কঠিন সময়ের দিকে ধাবিত হচ্ছে . . .
159049
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহর দরবারে বেশী করে প্রার্থনা করার অনুরুধ করছি। তিনি যেন আমাদেরকে রক্ষা করেন।
159060
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
ধ্রুব নীল লিখেছেন : সরকারি কর্মকর্তা হবার কারনে আম্মা কাল একটি কেন্দ্রে ভোট নিতে যাবেন। খুব টেনশন হচ্ছে। Praying Praying
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
113904
হতভাগা লিখেছেন : এটা আসলেই খুব টেনশনের । দোয়া করি উনি যেন সহি সালামতে থাকেন ।

২০০১ এ আমার আম্মারও এরকম অবস্থা হয়েছিল ।
159064
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:২০
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা তাকে সহী সালামতে বাড়ীতে ফেরার তাওফীক দান করুন। আমীন
159085
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের চক্রান্তের ফসল হিসেবে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে।
159163
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫২
বুড়া মিয়া লিখেছেন : নাহ! কি আর হবে?
অনেকদিন পর দেখা গেলো মনে হয় আপনাকে...
তা কি অবস্থা? ভালো তো?
159178
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা যখন নিজেরা নিজেদের ভাল বুঝতে পারবে এবং করতে সচেষ্ট হবে - তখন আর কেউ ফাঁপড় বাজি করতে পারবে না ।
159462
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩১
আহমদ মুসা লিখেছেন : Onek dkn pore blog e aslen. Atodin kotai cilen?
০৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৭
114115
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আহমদ মুসা!
আল্লাহর রহমতে ভালই আছি। ব্যস্ততার এবং সফরের কারণে অনেক দিন পর্যন্ত লিখা হয়নি। তবে অনেকের লিখা পড়তাম। তন্মধ্যে আপনার লিখাগুলি নিয়মিতই পড়তাম।
159495
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
১০
159733
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
শেখের পোলা লিখেছেন : বাঁধানো ছকে চলতেই হবে৷ সেই যেমন বলে; দেশ ডুবে যাক,কাক কোথায় বসে তাই দেখব৷
১১
160018
০৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
জোবাইর চৌধুরী লিখেছেন : আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে.....।
খুব মনে পড়ছে। ভালো লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File