পাল ছিরেছে, তলা খসেছে, মাঝি পালিয়েছে, সাগরে উত্তাল ঢেউ, তাদের রক্ষার নেই যে কেউ!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২২ ডিসেম্বর, ২০১৩, ১০:২৬:১১ রাত
নৌকা ডোবার কত দেরী বাংগালী?
এখনো তুমি আছ বসে ঘরে
ওরা তোমারই মায়ের বুব খালি করে
তুমি রয়েল বেঙ্গল, তুমি টাইগার
এখনো কেন দাও না হুংকার
তবেই তো তাদের মসনদ হবে পুড়ে ছারখার
বল না ওরা বাংগালী, তবে ওরা কারা? ওরা তো জঙ্গলী
নৌকা ডোবার কত দেরী বাংগালী?
তুমি কি ভুলে গিয়েছ মুহাম্মদ বিন কাসিমের কথা
যার নাম শুনা মাত্র খসে যেন জালিমের মাথা
তুমি কি শুন নাই তারিক বিন যিয়াদের নাম
বিজয়ের পতাকা উড়িয়ে ছিল সাড়া স্পেন
তুমি কেন ভুলেছ তাদের নাম, যারা ছিল জালিমের প্রলয়ঙ্কার
তবে জালিমকে বল না সাহসী, তবে বল ওরা কারা, ওরা তো জঙ্গলী
নৌকা ডোবার কত দেরী বাংগালী?
ঐ দেখ নব আকাশে মাজলুমের বিজয়ের পতাকা উড়ে
বাহির হও ঘর থেকে দেখ বিজয়ে মেলা বসেছে সাড়া দেশ জুড়ে
ওদের এখন খোজার পালা কোথায় গেলে যাবে নিরাপত্তা
জনগণ তো ক্ষেপে আছে, ওদের পেলেই করতে ভর্তা
ওরা মিথ্যা ওরা নিন্দক, ওরা বিদ্বেষী, ওদের মতাদর্শ ভীনদেশী
ওরা জালিম, ওরা পাগল, ওরা মোদের দেশে ঔপনেবেশী
তোমরা ওদেরকে কর নাকো কখনো ভয়, তোমরা যে ওদের প্রলয়ঙ্কার
তোমরা ওদেরকে বল না সাহসী, ওরা ভীরু, বল ওরা জঙ্গলী
নৌকা ডোবার কত দেরী বাংগালী?
বিষয়: বিবিধ
১৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন