অবহেলা করতে নেই, হোক সে যেই
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২১ আগস্ট, ২০১৩, ১২:২০:৫৫ রাত
আমরা যখন হাতে খড়ি হাতে নেই, তখন একজন ছাত্রকে সবাই অবহেলার শেষ প্রান্তেই রেখেছিল সবাই। কেননা সে ছিল:
গরীব
ভাল পোশাক দেখেনি
ভাল খাবার না খেতে পেরে শরীর ছিল জীর্ণ
পা দু'টি সেন্ডেলের সাক্ষাৎ পাইনি
বই ছাড়াই বছর পার করে দিয়েছে
খাতার না থাকায় শিক্ষকের বেতের আদর পেয়েছে প্রতি নিয়তই
আরো.......
তাকে সে বলব না। তাকে বলতে হতে তিনি।
কেননা তিনি বর্তমানে তাদের কয়েক গ্রামের মাঝে ধনী ব্যক্তি।
বলতে গেলে, তিনি তার ইউনিয়নের মাঝে সর্বাপেক্ষা সম্মানি ব্যক্তি।
তিনি গরীবের সহায়ক বলে পরিচিতি লাভ করেছেন।
তাকে দেখলে মনে হবে, একেবারেই সাধারণ, কিন্তু তিনি অসাধারণ।
এত সম্পদের মালিক হয়েও অহংকার নেই তার মাঝে।
তার নিত্য দিনের খাবার সাথী গরীব ও অসহায়রা।
তাকে ঈদের নতুন কাপড় পরিধান করতে না দেখা গেলেও, কত গরীব যে তার দেয়া নতুন কাপড় পরিধান করে ঈদ করেন, তা গণনা করা মুশকিল।
ইফতারী প্রোগ্রাম
রমজানে খাবার সামগ্রী বিতরণ
রোগীর চিকিৎসা
গরীবের বিবাহে অংশগ্রহণ অর্থাৎ সহায়তা
মসজিদ মাদ্রাসায় অনুদান
আরো.....
আমরা কি তার নিকট থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না???
আসুন... তার জীবনের উজ্জল কর্মগুলিকে নিজ জীবনে অল্প হলেও বাস্তবায় করি।
আল্লাহ তায়ালা আমাদেরকে সহায়তা করুন। আমীন
বিষয়: বিবিধ
১৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন