আমার দেশ তুমি এত খারাপ??????!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ জুন, ২০১৩, ০৮:২২:৩৩ রাত

ওরা চুরি করে আর মাহমুদুর রহমান দেখে, তা যদি অপরাধ হয়, তবে রেশমার নাটক দেখাও তোমার অপরাধ।

তুমি জান না,ওদের চুরি করা দেখতে গিয়ে, মাহমুদুর রহমানের কি অবস্থা? যার কিছুটা হলেও তুমি ভোগ করছ? তারপরও কেন তুমি রেশমা দিয়ে সাজানো নাটকটি দেখতে গেলে?

তোমার পূর্বেকার অপরাধের ভাড় এখনো কেটে উঠতে পারনি, আবার কেন অপরাধ জগতে পা দিলে?

তোমার প্রেস বন্ধ করে দেয়া হয়েছে।

তোমার সাংবাদিকদের উপর নির্যাতন চলছে।

তোমার ভারপ্রাপ্ত সম্পাদক এখনো জেলে।

তোমার পাঠকদেরকে কতই না যন্ত্রনা সহ্য করতে হচ্ছে।

আর তুমি কেনই বা দেখতে যাবে, এটা তো তাদের উত্তম কর্মের সিন্ধুর মাঝে বিন্দু মাত্র।

তবে সাবধান।

আবার বলি, ভয় কর না।

বাংলার সন্তানরা তোমার পাঠক।

তোমার সাথী।

তোমার বন্ধু।

তোমার পক্ষের শক্তি।

তোমার কিছু হলে, তারা ছাড়বে না। যেমন বর্তমানের তোমার পার্শে আছে, ভবিষ্যতেও থাকবে।

বিষয়: বিবিধ

১৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File