উদারতায় বিশ্ব রেকর্ড
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২২ জুন, ২০১৩, ১২:১৯:২৮ দুপুর
কতই না উদার আমাদের প্রধান মন্ত্রী ও সভাসদগণ!
= ৫ই মে হেফাজত কর্মীদেরকে তাদের স্ব স্ব বাড়ীতে পৌছে দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
=সে রাত্রিতে কাউকে গুলি না করে বিশ্ব রেকর্ড করেছেন।
=সে রাত্রিতে হেফাজত কর্মীরা নিজের গায়ে রং মেখে মৃতের ভান করেছিল, সেটা জেনে বিশ্ব রেকর্ড করেছেন।
=সে রাত্রিতে মৃত ব্যক্তিরা গুলির শব্দ শুনে পালিয়েছিল, সে দৃশ্য দেখে তিনি বিশ্ব রেকর্ড করেছেন।
=তিনি এমন যাদুকর তার পুলিশের গুলির শব্দে মৃত জীবত হয়, সেজন্য তিনি বিশ্ব রেকর্ড করেছেন।
= তিনি সত্যবাদিতায় বিশ্ব রেকর্ড করেছেন।
=তিনি মিডিয়াকে স্বাধীনতা দেয়ায় বিশ্ব রেকর্ড করেছেন।
= নিজ কর্মীদেরকে শান্ত রাখায় বিশ্ব রেকর্ড করেছেন।
= জ্ঞানীদের দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করায় বিশ্ব রেকর্ড করেছেন।
= দেশবাসীকে ইসলাম শিক্ষা দেয়ায় বিশ্ব রেকর্ড করেছেন।
= সারা দেশে শান্তি প্রতিষ্ঠা করায় বিশ্ব রেকর্ড করেছেন।
=বিরোধী দলের প্রতি উদার হওয়ায় বিশ্ব রেকর্ড করেছেন।
= নিজ দলের দোষীদের বিচারের আওতায় আদায় বিশ্ব রেকর্ড করেছেন।
= তিনটি পদ্মা সেতা করে বিশ্ব রেকর্ড করেছেন।
(বিশ্ব ব্যাংকের অর্থায়নে, মালশিয়ার অর্থায়নে, নিজস্ব অর্থায়নে)
= নিজ পরিবারকে ঘোষ কেরেঙ্কারী থেকে মুক্ত রাখায় বিশ্ব রেকর্ড করেছেন।
= নিজ দলকে টেন্ডাবাজী থেকে মুক্ত রাখায় বিশ্ব রেকর্ড করেছেন।
= নিজ দলে যোদ্ধাপরাধী না রাখায় বিশ্ব রেকর্ড করেছেন।
= তার সময়ে ধর্ষন বেড়ে না যাওয়ায় বিশ্ব রেকর্ড করেছেন।
=
=
=
=
আরো...
বিষয়: বিবিধ
১৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন