মধ্যরাতের ফোন
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৫ জুন, ২০১৩, ০৭:২৬:২৯ সন্ধ্যা
মোবাইলে ফোন আসার ঘুম থেকে জেগে উঠলাম। ঘুমের ভাব নিয়েই ফোন উঠালাম। অপর প্রান্ত হতে মেয়েলী কণ্ঠ।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুমস সালাম।
কে বলছেন?
আপনি আমাকে চিনবেন না।
এত রাতে ফোন?
আপনার সাথে আমার কিছু কথা আছে।
আপনি বললেন, আপনি আমার পরিচিত নেউ নন, আপনার কথার অর্থ বুঝে উঠতে পারলাম না।
আপনি কি করেন বলে প্রশ্ন করলেন, মহিলা।
আমি ছোট-খাটো চাকুরীজীবি।
বাড়ী কোথায়?
অমুক এলাকায়
থাকেন কোথায়?
আপনার প্রশ্নের অর্থ বুঝে উঠতে পারলাম না। আপনি আমাকে চেনেন না, আর আমিও আপনাকে চিনি না। আপনার প্রশ্নগুলি করার কারণই বা কি?
ভাই একটু সময় দেন।
আপনি লেখা-পড়া কতদুর করেছেন?
প্রশ্ন এড়িয়ে আপনি কি করেন?
আমি লেখা-পড়া করি, অমুন কলেজে।
এখন তো আপনার ঘুমানো সময়। কেননা সকালে কলেজে যেতে হবে এবং সকালে আপনাকে পড়তেও বসতে হবে। আপনি যদি এত রাতে ঘুম ছেড়ে ফোনালাপ করেন, তবে আপনার লেখা-পড়া তো চাঙ্গে উঠবে।
আবার প্রশ্ন: আপনার বয়স কত?
প্রশ্ন এড়িয়ে বললাম: কাজের কথা বলেন, ফোন করার উদ্দেশ্য সম্পর্কে জানতি পারি?
আপনার সাথে কথা বলে আমার অনেক ভাল লাগছে।
আপনি আমাকে দেখেননি, আমাকে চেনন না, আপনার ভাল লাগাটার কারণটা কি?
অনেকের সাথে কথা বলেছি, তবে আপনার মত কারো সাথে এমন মজা পাইনি।
আমি তো আপনার সাথে এমন মিষ্টি ভাষায় কথা বলিনি, যার কারণে আপনি এত মজা পাবেন।
এবার ফোন করার উদ্দেশ্য সরাসরি বলুন।
আপনাকে ভাল লেগেছে বলেই ফোন করেছি।
আমি আপনাকে অনেক সময় দিয়েছি, এবার রাখলাম। কেননা সকালে আমার ফজরের নামায আছে, তারপর আমার কাজে যেতে হবে।
আপনি কি বিবাহিত?
আমি বললাম: আমি বিবাহিত কি না তা, জেনে আপনার লাভ কি?
লাভ তো হতেও পারে?
আপনি কি জানেন, কতজন এভাবে ফোনালাপের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, জীবনটাকে কষ্টের শেষ সীমানায় পৌছে দিয়েছে?
হা, জানি। তবে জেনে শুনে জীবন সঙ্গি নির্ধারণ করাটাই ভাল।
আমি বললাম: আপনার এ সিদ্ধন্ত ভুল।
আপনার ভাল লাগার পাত্রে জন্য আপনার পিতা-মাতাকে বলুন এবং তাদের মাধ্যমেই সমাধান করা চেষ্টা করুন। নইলে আফসোসের সীমা থাকবে না।
এ বলে ফোন রেখে দিতে যাচ্ছে, এমন সময় বলল: আজ রাখি, পরে আবার কথা হবে।
এরপর থেকে মোবাইল বন্ধ করেই ঘুমাতাম।
কয়েক দিন পর আবার ফোন। আমি উঠাতাম না।
পরে অন্য নম্বরে ফোন এবং সেই একই কন্ঠস্বর।
প্রথমেই আপনি কি আমার এটকা উপকার করতে পারেন?
আমি আপনার কি উপকার করতে পারি? বলুন।
আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনার ঠিকানাটা বলুন।
আমি তাকে অনেক বুঝালাম।
আমি কে আপনি আমাকে চেনেন না, জানেন না।
আমি কালো, না ধলো জানেন না।
আমি খাটো, না লম্বা জানেন না।
আমি শিক্ষিত, না অশিক্ষতি জানেন না।
আমি ধনী, না গরীব জানেন না।
আমি যুবক, না বৃদ্ধ জানেন না।
আমি বিবাহিত, না অবিবাহিত তাও জানেন না।
তবে, আমার সাথে সাক্ষাতে আপনার লাভ কি হবে?
নাচোর, আমার সাথে সাক্ষাৎ করবেই
পরে বললাম: আপনি আমাকে আপনার বাবার বা মার নম্বর দিন। আমি তাদের সাথে কথা বলব এবং প্রস্তাব পাঠাব। যদি তারা আমাকে পছন্দ করেন এরপর আপনার আর আমার পর্বটি আসবে।
পরে বলল: আমি আগে আপনার সাথে সাক্ষাৎ করব, পরে আমিই আপনাকে আমার বাবা-মার সাথে সাক্ষাৎ করাব।
পরে বললাম: বোনটি আমার আপনার জীবনের মূল্য আপনি না বুঝতে পারলেও আপনার জীবন যে অমূল্য তা আমি জানি।
আপনার জীবনকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না।
আমি তাকে এভাবে অনেক বুঝিয়েছি এবং তাকে অনুরোধও জানিয়েছি।
এরপর অনেক দিন পর পর ফোন করত। তবে তা ছিল শুধু সালামের মাঝেই সীমাবদ্ধ।
সেই বোনটির শেষ সংবাদ কি তা জানি না। তবে এটুকু দোয়া করি তার জীবন সুখী হোক।
বিষয়: বিবিধ
২২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন