দেখেন বেটার কারসাজি
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১১ জুন, ২০১৩, ০৭:৪৮:০৫ সন্ধ্যা
এক লোক সব্জির দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করল।
আলুর কেজি কত? উত্তর: ১০টাকা
পেয়াজের কেজি কত? উত্তর: ২০ টাকা
পটলের কেজি কত? উত্তর: ৪০ টাকা
ক্রেতা: আমাকে ২ কেজি আলু দিন।
বিক্রেতা: মেপে দেয়ার পর।
ক্রেতা: ভাই আপনি আলুর পরিবর্তে ১ কেজি পিয়াজ দিন।
বিক্রেতা: মেপে দেয়ার পর।
ক্রেতা: না, ভাই! আপনি আমাকে পেয়াজের পরিবর্তে আধা কেজি পটল দিন।
বিক্রেতা: মেপে দিল।
এবার ক্রেতা নিয়ে রওয়ানা।
বিক্রেতা: ভাই, পটলের দাম দিয়ে যান।
ক্রেতা: ভাই, আমি তো পেয়াজের পরিবর্তে পটল নিলাম।
বিক্রেতা: ভাই, আপনি তো পেয়াজেরও দাম দেননি।
ক্রেতা: আমি তো আলুর পরিবর্তে পেয়াজ নিয়েছিলাম।
বিক্রেতা: আপনি তো আলুরও দান দেননি।
ক্রেতা: এই মিয়া, আমি কি তোমার নিকট থেকে আলু নিয়েছি? তাই তোমাকে আলুর দাম দিতে হবে।
একবার না বুঝতে পারলে, কয়েকবার পড়ুন।
আল্লাহ তায়ালা আমাদেরকে ধোকাবাজ থেকে রক্ষা করুন। আমীন
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন