নির্বাচনে তোমরাই মোর ভাই!!!!!!!!!!!!!!???????????????

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৮ জুন, ২০১৩, ০৭:১৯:১৪ সন্ধ্যা

নির্বানের আগ মূহুর্তে সকল গরীব, অশিক্ষতি, কাঙ্গাল প্রার্থীর ভাই। শুধু ভাই না বরং তারা সহোদর ভাইয়ের চেয়েও আপন।

তাদের কার কোন অসুবিধা রয়েছে, কে কোন বিপদে আছে সব কিছুর খবরাখবর নিয়ে থাকেন প্রার্থী। তিনি একেবারে অশিথিপর ও দয়ালু ব্যক্তি। এমন ব্যক্তির মাধ্যমেই সমাজ থেকে সকল দুঃখ দুর্দশা দূর হতে পারে বলে মনে হয়। কিন্তু প্রার্থী ব্যক্তি তাদের ভোট পেয়ে নির্বাচিত হলে, তাকে আর গরীবের, অশিক্ষিত, কাঙ্গালদের পার্শে পাওয়া যায় না। এমনকি তারা তার পার্শ দিয়ে অতিবাহিত হলে মান সম্মান সবই চলে যায়।

এর কারণ কি?

এত্থেকে উত্তরণের পথ কি?

এলাকার গরীব, অশিক্ষিত ও কাঙ্গালদের কি করণীয়?

বলে আমাদের মনে করা উচিৎ?

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File