পরম উপকারী পুঁই শাক

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৫ জুন, ২০১৩, ১২:০৩:৩৮ রাত



পুঁই শাক

পরিচয়ঃ

উপোদকী বা পুঁই শাক তিন রকম দেখা যায় । উপোদিকা ক্ষুদ্র উপোদিকা এবং মূল পোতী। উপকার চরক , সুশ্রত প্রভৃতিরা সকলেই এক শাকের প্রশংসায় পঞ্চমুখ । সুশ্রুত বলেছেন , পুঁইশাকের রস গরম করে প্রলেপ দিলে এবং রস করে খেলে গোদ সেরে যায় । চরক বলেছেন, দধি এবং দাড়িম্ব রসসহ পুঁইশাককে সিদ্ধ করে খেলে অতিসার রোগ সেরে যায় । সর্দিতে মেয়েদের গর্ভাবস্থার সময়ে যে কোষ্ঠবদ্ধতা দেখা দেয় তা সারাতে এই রস বিশেষ উপকারী ।

প্রয়োগ ও ব্যবহারঃ

১। ব্রণ ও টিউমার সারাতে- পুঁইপাতার রস মাখিয়ে ঐ পাতা দিয়ে জায়গাটা বেধেঁ রাখলে ব্রণ ও টিউমার দুই- ই- সেরে যায়।

২। হুপিং কাশি থামাতে- পুইঁ শাকের রসের সঙ্গে ছাগলের দুধ মিশিয়ে ৫ বা ৭ দিন খাওয়ালে হুপিংকাশি ও প্রকোপ কমে যায়।

৩। আমবাত সারাতে- আমবাতের চুলকানি কমাবার জন্য পুইঁশাকের রস গায়ে মাখলে উপকার হয়।

৪। পায়োরিয়া সারাতে- পুঁই পাতা ও ডাটা পুড়িয়ে ছাই করে তা দিয়ে দাঁত মাজলে বহুদিনের পায়োরিয়ায় চমৎকার ফল পাওয়া যায় ।

আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ্য রাখুন। আমীন

বিষয়: বিবিধ

৪৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File