ওরা স্বাধীনতার পক্ষের শক্তি বলতে কি বুঝাতে চায়??????!!!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ জুন, ২০১৩, ০১:৪৫:৩৭ দুপুর

যা বুঝাতে চায়:-

=

ওরা মনে করে, শুধু ওরাই স্বাধীন আর সবাই পরাধীন।

= ওরা মনে করে, দেশটা শুধুই তাদের।

= ওরা মনে করে, দেশটা ওদের পৈক্তিক সম্পত্তি।

= ওরা মনে করে, এদেশ শাসক করার অধিকার শুধুই তাদের।

= ওরা মনে করে, মুক্তিযোদ্ধারা আমাদের জন্যই দেশ স্বাধীন করেছে।

= ওরা মনে করে, মুক্তিযোদ্ধারাও আমাদের সেবক হিসেবে কাজ করবে।

= ওরা মনে করে, ওদের সকল অপকর্ম বৈধ।

= ওরা মনে করে, সকল প্রতিষ্ঠানগুলিতে শুধু আমাদের কর্তৃকই চলবে।

= ওরা মনে করে, ওরা মানুষ খুন করলেও নিষ্পাপ।

= ওরা মনে করে, এদেশ শাসক করার অধিকার অন্য কারো নেই।

= ওরা মনে করে, সকল সাফল্য শুধুই ওদের।

= ওরা মনে করে, অন্যের কোন সফলতার মূল্য নেই।

= ওরা মনে করে, অন্যকে হত্যা করে নিজের স্বার্থ উদ্ধার মানেই স্বাধীনতা।

= ওরা মনে করে, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকাই হলো স্বাধীনতা।

= ওরা মনে করে, ইসলামকে অপমাননা করার পরেও ওরাই ইসলামকে নিরাপদ দানকারী।

= ওরা মনে করে, টেন্ডার পাওয়ার হকদার শুধু তারাই।

= ওরা মনে করে, চাদাবাজী করা ওদের জন্য একান্ত কর্তব্য কাজ।

= ওরা মনে করে, দেশের সকল সম্পদ ওদের।

= ওরা মনে করে, ওদের দলের মহা পাগলও মহাজ্ঞানী।

= ওরা মনে করে, মহাচোরও নিরাপরাধ।

=ওরা মনে করে, কোন যোগ্যতা ছাড়াই চাপা দিয়েই দেশ চালানো যায়।

=ওরা মনে করে, ওদের সন্ত্রাসী কার্জক্রম চালানোর অধিকার আছে।

= ওরা মনে করে, ওদের অপকর্মের বাধা দানকারীরাই অপরাধী।

= ওরা মনে করে, ওদের নেতার আদর্শ সকল আদর্শ থেকে উত্তম।

= ওরা মনে করে, ওদের দলে আসলে সবাই মুক্তিযোদ্ধা হয়ে যায়।

= ওরা মনে করে, ওদের দলে যারা নেই, তারা মুক্তিযোদ্ধ করে থাকলেও মুক্তিযোদ্ধা না।

= ওরা মনে করে, ওদের দল পাপ ধৌত করার কারখানা, কেননা সকল অপরাধী ওদের দলে আসলেই নিস্পাপ হয়ে যায়।

= ওরা মনে করে, মানুষ খুন করে চিরদিন মসনদে থাকতে পারবে।

= ওরা মনে করে, বাক স্বাধীনতা হনন করতে পারলেই স্বীয় দলকে অমর করা সম্ভব হবে।

= ওরা মনে করে, বিরোধী দল বলতে কিছু থাকা উচিত না।

= ওরা মনে করে, মহা অপরাধী ওদের দলে এলেই মহা সন্যসী।

= ওরা মনে করে, বেয়াদবী করতে পারাটাই মহাবীরের আলামত।

= ওরা মনে করে, অস্ত্রে ভাষায় কথা বলাটাই স্বাধীনতা।

= ওরা মনে করে, নিজ দলের লোকদেরকে সকল অপরাধ করতে দেয়াটাই স্বাধীনতা।

= ওরা মনে করে, অন্যের সম্পদ জবরদখল করাটাই স্বাধীনতা।

= ওরা মনে করে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করাটাই স্বাধীনতা।

= ওরা মনে করে, অপরাধ করে, অন্যের ঘারে চাপানোই স্বাধীনতা।

= ওরা মনে করে, হিংসা-বিদ্বেষ ছাড়ানোই স্বাধীনতা।

= ওরা মনে করে, দ্রব্যমূল্য লাগামহীন করার অর্থই স্বাধীনতা।

= ওরা মনে করে, দেশের অর্থ বিদেশ পাচার করার অর্থই স্বাধীনতা।

= ওরা মনে করে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হানা-হানি বাধিয়ে দিয়ে, স্বীয় সন্তানকে বিদেশে পড়তে দেয়াই স্বাধীনতা।

= ওরা মনে করে, অসংস্কৃতি বিস্তার ঘটানোর মানেই স্বাধীনতা।

= ওরা মনে করে, ইসলাম বিদ্বেষীদের সম্মান দেয়ার অর্থই স্বাধীনতা।

= ওরা মনে করে, সম্মানি ব্যক্তিকে অপমান করার অর্থই স্বাধীনতা।

=ওরা মনে করে, স্বীয় দলের লোকদেরকে চাকুরী দেয়ার অর্থই স্বাধীনত।

= ওরা মনে করে, মুক্তিযোদ্ধারা শিক্ষাবৃত্তি করে খাওয়ার নামই স্বাধীনতা।

= ওরা মনে করে, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে পরে ওদের দলে ভিরেছে, তারাই স্বাধীনতার পক্ষের শক্তি।

= ওরা মনে করে,

= ওরা মনে করে,

তবে জনগণ স্বাধীনতা বলতে যা জানে তা হলো:

কয়েক দিন সবুর কর...........

তা বুঝিয়ে দেয়া হবে।..

.....

বিষয়: বিবিধ

১৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File