ওদের কোন দোষই নেই?????????????!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০১ জুন, ২০১৩, ০৮:৩৪:২২ রাত
ওরা আমার দেশের নির্দোষ মানুষ। ওদের দোষ থাকতে পারে না। ওদের দ্বারা দোষ হতেও পারে না।
ওরা কেন ব্যাংক ডাকাতী করবে? দেশে পুলিশ না থাকার কারণে ওরা ব্যাংক পাহারা দিতে গিয়েছিল, জনগণ তাদেরকে ডাকাত বলে প্রচার করেছে। জনগণ কতোই না খারাপ। এদের এদেশে বাস করতে দেয়াটাই অনুচিত।
ওরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করবে কেন? ওরা তো তা করতেই পারে না। ওরা তো তাদের জান-মাল রক্ষার জন্য তাদের সম্পদগুলিকে শুধু নিজের নামে করে নিয়েছে, যাতে করে তাদেরকে সেজন্য কোন চিন্তা না করতে হয়।
ওরা সংখ্যালঘুদের হত্যা করবে? সংখ্যালঘুদেরকে যেন কষ্ট না করতে হয়, তাই তাদেরকে ওপারে পাঠিয়ে দেয়।
ওরা মূর্তী ভাংবে কেন? ওরা তো মূর্তীগুলিকে নতুন করার জন্য ভেঙ্গে অন্যের ঘাড়ে দোষ চাপানো জন্য প্রচার করে শুধু।
ওরা কেন টেন্ডারবাজী করবে? অন্যরা ভালভাবে কাজ করবে না বিধায় কাজগুলি নিজের হাতে নেয়ার জন্য টেন্ডারগুলি নিজেদের কাছে রাখে মাত্র।
শশহীদ মিনার ওরা ভাঙ্গবে কেন? ওরা তো শহীদ মিনারের রক্ষক। তবে মাঝে মধ্যে ওরা সেগুলিকে মেরামত করতে গেলে জনগণ তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
ওরা মারামারি করে না, কেনই বা করবে? তারা লাঠি দিয়ে জনগণকে আদর করতে যায়, আর জনগণ আদর না নিয়ে পালিয়ে যায়। আসলে জনগণই খারাপ, আদর নিতে জানে না।
তাদের কারনে কলেজ-বিশ্ববিদ্যায় বন্ধ হবে কেন? তারাই তো সোনার ছেলে, তারা ভাল করে লেখা-পড়া করার জন্য সর্বদায় নিয়োজিত, যারা তাদের লেখা-পড়ায় বেঘাত ঘটাতে চায়, তাদের রোধ করতেই মাঝে মাঝে প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেয়।
ওরা কেন পেপার –পত্রিকা ও চ্যানেল বন্ধ করবে? আসলে যেগুলি তাদের ভাল কর্মগুলি তুলে ধরে ও প্রচার করে, শুধুমাত্র সেগুলির গেইটে তালা লাগায়। কেননা তারা তাদের ভাল কর্মগুলিকে গোপনে রাখতে চায়। কেননা তারা নাম ফাটাতে চায় না, শুধু জনগণের সেবা করতে চায়।
তাদের হাতেই শুধু ইসলাম রক্ষিত, অন্যের হাতে রক্ষা হতেই পারে না? এরা একেবারে খাটি ইসলামের খাদেম। এদের বিরোধিরাই ইসলামের দুশমন। এদের দলের আলেমরাই শুধু ইসলাম প্রিয় ও ইসলাম বুঝে ও মানে। এছাড়া এদেশের যত আলেম আছে, তারা কেউ ইসলাম বুঝে না, মানে না, জানে না। তাই তো এমন আলেমদেরকে জেলে ঢুকানো দরকার। আসলে ওরা সবাই মৃত্যুদন্ড পাওয়ার উপযুক্ত। তবে ওরা অন্তন্য দয়ালু বিধায় তারা তাদেরকে শুধু জেলে ভরে মাঝে মাঝে রিমান্ডে নিয়ে আদর করে।
ওরা কেন কুরআন পুড়াবে? ওরা কখনোই কুরআন পুড়াতে পারে না। তারা সবাই কুরআনের দরদী। যাদের অন্তরে কুরআনের দরদ নেই, তারাই শুধু কুরআন পুড়াতে পারে। যেমন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, হেয়াজত কর্মীরা।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন