জুলুমের পরিমাণ যত বড় হবে, জালিমের পরিণতিও যত ভয়াবহ হবে
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২১ মে, ২০১৩, ১১:৪৫:৩২ সকাল
ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই জুলুম করেছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে।
আজ আমাদের জাতির উপর যারা জুলুম চালাচ্ছে, তাদের পরিণতি কি হতে পারে তা এখন আচ করতে না পারলেও, কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখবেন, তাদের কি অবস্থা হয়। কেননা জুলুম এমন একটি পাপ, যার পরিণতি জালেমকে গ্রহণ করতেই হবে।
তবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকুন। অচিরেই তা আপনার চক্ষের সামনে উদ্ভাসিত হবে। তখন দেখতে পারবেন, জালেমরা একে অপরের শত্রু হবে এবং নিজেরাই নিজেদেরকে সাজা দিতে ব্যাস্ত হয়ে পড়বে।
অ-পে-ক্ষা ক-রু-ন।
বিষয়: বিবিধ
১৮২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন