মহাসেন কিসের আভাস?? সময় ফুরালে সতর্ক হয়ে লাভ হবে কি?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৪ মে, ২০১৩, ০২:৫৩:১৯ দুপুর
মহাসেন বা এর মত যত বিপদ বা বিপদের পূর্বাভাস আমাদেরকে কিসের দিকে ইঙ্গিত করে?
আল্লাহ তায়ালা বলেন: জলে ও স্থলে বিপর্যয়ের কারণ মানুষের কর্মের ফল।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: আমার উম্মত যখন ১৫টি অপকর্মে লিপ্ত হবে, তখন তাদের উপর বিপদ অবধারিত.....।
অনেক সময় আমরা আল্লাহর গজবকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেই বা উড়িয়ে দেই। বাস্তবে কি তাই?
পূর্বেকার জাতি: আদ, সামূদ, কাউমে লূত প্রমুখরা আল্লাহর গজবকে উপহাস করে উড়িয়ে দিতে চেয়েছিল। তাদের করুন পরিনতির কথা কম-বেশী সবাই জানি।
আমরাও কি তাদের মত এমন কার্যকলাপে লিপ্ত হব, যার দরূন আল্লাহ তায়ালা আামাদের উপর গজব নাজিল করবেন?
সমাজে অপকর্মকাদের সংখ্যা অল্প হলেও, আর তাদেরকে বাধা না দেয়ার ফলেও আল্লাহর গজব অবধারিত হয়।
উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন: আমারদের মাঝে সৎপরায়ণ লোক থাকা সত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেয়া হবে?
তিনি উত্তরে বলেন: হ্যা, যখন অপকর্ম বৃদ্ধি পাবে।
আমরা কি ভেবে দেখেছি:
নিজ দলকে বিজয় করতে গিয়ে কত নির্যাতন করেছি?
নিজ আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে ইসলামকে বিসর্জন দিয়েছি?
নিজ বা দলের স্বার্থকে পরিতার্থ করতে গিয়ে কুরআন ও হাদীসের অপব্যাখ্যা করতেও কসুর করি না।
প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা বলাটা যেন পানির পানের চেয়ে সহজ মনে করি।
মানুষ হত্যা করা যেন আনন্দের কাজ বলে মনে করি।
ইসলামের বিরোধিতা করাটা আধুনিকতা মনে করি।
কুরআন সুন্নাহ যে আমাদের জীবন চলার সঙ্গী তা ভুলেই গিয়েছি।
সত্যকে ঢাকতে গিয়ে মিথ্যার নাকট প্রকাশেও আমরা দ্বিধাবোধ করি না।
ওয়াদা পূরন করাটা যেন আমাদের জন্য অপমানজনক বিষয় বলে মনে করি।
বিপদে জনগণই আমার সব কিছু, আর বিপদ গেলে তারা আমার কেউ না। তাকে আমি চিনি না, তাকে আমি কখনো দেখিও নাই।
যাদের সহযোগিতায় আমি নেতা হয়েছি, আজ আমি তাদের শাস্তি দিতেই শান্তি পেয়েছি।
গুণীজনের সম্মান দেয়ার পরিবর্তে অপমান করাই নিজেকে ধন্য বলে মনে করছি।
দেশের জন্য যত কিছুই করুন না কেন, আপনি তো আমার মতাদর্শের না, তাই আপনি উপেক্ষিত।
........ইত্যাদি।
তাই আসুন! আমরা সত্য বলি, সত্যের পথে চলি, কুরআন ওসুন্নাহকে আকড়ে ধরি। আর বেশী বেশী আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি।
আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করুন। আমীন
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন