পর্দার কেন করবেন?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ মে, ২০১৩, ১২:৩০:৩২ রাত
পশ্চিমা কোন এক দেশে জনৈক মহিলা এক মুসলিমকে বলল: ইসলামের অনেকগুলি বিষয় অত্যন্ত মুগ্ধ করে, তবে মেয়েরা কেন পর্দা করবে এ বিষয়টা আমার নিকট বৈষম্য মনে হয়।
মুসলিম ব্যক্তি তাকে অনেকভাবে বুঝানো চেষ্টা করছে কিন্তু তার জবাব মহিলাকে সন্তুষ্ট করতে পারছিল না।
এমন সময় জনৈক আলেম এসে, তাকে বললেন: আপনি কি কোন লোহার দোকানে গিয়েছেন?
মহিলা: হ্যাঁ গিয়েছি।
আলেম: তা কোথায় রাখা হয়?
মহিলা: খোলাভাবে?
আলেম: আপনি কি রৌপ্যের দোকানে গিয়েছেন?
মহিলা: হ্যাঁ গিয়েছি।
আলেম: তা কিভাবে রাখা হয়?
মহিলা: ঢেকে রাখা হয়?
আলেম: আপনি কি স্বর্ণের দোকানে গিয়েছেন?
মহিলা: হ্যাঁ গিয়েছি।
আলেম: তা কিভাবে রাখা হয়?
মহিলা: তা রৌপ্যের চেয়েও বেশী ঢেকে রাখা হয়।
আলেম: আপনি কি হীরার দোকানে গিয়েছেন?
মহিলা: হ্যাঁ গিয়েছি।
আলেম: তা কেমনে রাখা হয়?
মহিলা: তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়?
আলেম: কেন?
মহিলা: কেননা তার দাম অত্যন্ত বেশী, তাই যেন তাতে ময়লা না লাগে।
আলেম: ইসলামে মহিলার মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক গুন বেশী। তাই মহিলারা পর্দায় থাকবে।
একথাগুলি শ্রবণ করার সাথে সাথেই মহিলা ইসলাম গ্রহণ করে এবং বলে সত্যিই ইসলামই প্রকৃত পক্ষে মহিলাকে সম্মান দান করেছে।
আল্লাহু আকবার।
আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামকে ভালভাবে বুঝার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন