মা হলেন সন্তানের জন্য প্রথম পাঠশালা, তবে..

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০২ মে, ২০১৩, ১১:০৫:৪১ রাত



স্কুল বল খেলতাম। বলটি ক্লাস চলা কালিন সময় রুমের এক কোণে রেখে দিতাম। হঠাত একদিন বলটি পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেল বলটি পার্শের বাড়ীর এক ছেলে নিয়ে গেছে এবং সে তা দিয়ে বাড়ীতে খেলে। কে যাবে তা আনতে? কয়েকজন মিলে বলটি আনতে গেলাম। তার মার নিকট গিয়ে বলটির আবেদন করা মাত্রই মহিলা যেন তেল বেগুন হয়ে গেলেন। পারে তো আমাদের সবাইকে লাঠি পেটা করে। কেন গেলাম বলটি আনতে। তার ভাষ্য হলো: আমার ছেলে বলটি মাঠে কুড়িয়ে পেয়েছে, তা কে নিতে এসেছ। আমরাও নাছোড় বল না নিয়ে বাড়ী থেকে বের হচ্ছি না। এমন সময় বাড়ীর লোকটি প্রবেশ করায় এবং তার মধ্যস্থতায় বলটি ফিরে পাওয়া গেল। আমরা বলটি নিয়ে উল্লাস করতে করতে স্কুলে ফিরে আসলাম।

এটা ছিল আমার বাল্য জীবনের বাস্তব ঘটনা।

বড় হওয়ার পর ঘটনাটির কথা মনে পড়লে, ভাবতাম:

এরকম পরিবারের সন্তানরা কোন শিক্ষায় লালিত-পালিত হবে?

বড় হলে এমন সন্তানদের নিকট থেকে সমাজ কি পাবে?

সমাজকে বাদই দিলাম, সে মহিলাই কি পাবে, এমন শিক্ষা দেওয়া সন্তানের নিকট থেকে?

সমাজ কলঙ্কিত হওয়ার জন্য কি এমন মহিলা দায়ী নয়?

আমাদের সমাজে এমন মহিলা রয়েছে প্রচুর।

আসুন! আমরা তাদেরকে কিছুটা হলেও সজাগ করে তুলি।

আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

২২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File