আমরা তোমাদের ভুলব না!!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ এপ্রিল, ২০১৩, ০১:৩৮:৫৭ দুপুর

যাদের আত্ম ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমরা ভুলবা না।

অনেক শহীদের পরিবার অনাহারে জীবন যাপন করছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর পদক্ষেপ নেই, যদিও থেকে থাকে তা যেন সিন্ধুর জায়গায় বিন্দু।

তাই আসুন, আমরা তাদের জন্য কিছুটা করি।



[i]- তাদের ভুলব না, তা যেন শুধু কথার মাঝেই সীমাবদ্ধ না থাক।

- সকল মুসলিমকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, সে জন্য দোয়া করি।

- তাদের নামে সাদকায়ে জারিয়া করি। যার মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন।

- তাদের পরিবারের দুঃখ লাঘবের ব্যবস্থা করি।

- তাদের নাম নিয়ে যারা ব্যবসা করছে, তাদেরকে চিহ্নিত করি ও তাদেরকে বয়কট করি।

- শহীদ পরিবারের নির্যাচিতদের পার্শে দাড়াই।

- তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হই।

- তাদের আত্ম ত্যাগের উদ্দেশ্যকে বাস্তবায়ন করি।

- তাদের সন্তানদেরকে শ্রদ্ধা করি।

- তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করি।

- তাদের স্মরণ শুধু স্বাধীনতা দিবসেই সীমাদ্ধ না রাখি। বরং যখনই আল্লাহর নিকট দোয়া করব, তখনই যেন তাদের জন্য দোয়া করি।

- জাতি বিভক্তির জন্য যেন তাদেরকে ব্যবহার না কর
ি।

[/i]আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন।

বিষয়: বিবিধ

১৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File