কারো জানা থাকলে সাহায্য করুন
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৫ এপ্রিল, ২০১৩, ০১:৫৩:৫২ দুপুর
গত রাত প্রায় আড়াইটার দিকে বাম পায়ের হাটুর নিচে পিছনের দিকের রগে টান লাগায় ঘুম থেকে জেগে উঠলাম। পা নড়াইতেই পারছি না আর ব্যাথায় যেন জান বেরিয়ে যাচ্ছে। হাত দিয়ে দেখি লোহার মত শক্ত হয়ে আছে। চিল্লিয়ে উঠায় বাচ্চার মা এসে মেসেসে করে দেয়ায় কিছুটা আরাম পেলাম। ঠিকমত হাটতে পারছি না।
এরপর ভিক্স লাগিয়ে ঘুমিয়ে গেলাম। এরপর ডান পায়ের রগ টান লাগল।
এর কারণ কি?
এটা কি বড় কোন সমস্যা?
আমি কি ডাক্তারের কাছে যাব, নাকি এটা সাধারণ কোন ব্যাপার?
এরকম কি সবার হয় নাকি কোন রুগের কারণে হয়?
এটা কি উচ্চ রক্ত চাপের কারণে হয়ে থাকে?
জানালে উপকৃত হতাম।
আল্লাহ সবার সহায় হোন।
বিষয়: বিবিধ
২১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন