ওরা সবাই আমাদের নিয়ে খেলছে

লিখেছেন লিখেছেন প্রথম কণা ০৪ মার্চ, ২০১৩, ০৩:৩৮:২৪ দুপুর

মনের ভিতরে অসাড়তা,কেমন যেন আজকাল শারিরীক দুর্বলতারচে মনের দুর্বলতাই বেশি ক্লান্ত করে ফেলছে । কিছু ভাবতেও পারছি না। ভাবতে গেলে বুকের ভিতরে একটা শো শো সব্দ শূনতে পাই। অনেকের কাছে বলেছি কেন এমন হচ্ছে।একএক জনের একএক মত। নিজেকে গুলিয়ে ফেলছি বারবার।মাঝে মাঝে মনে হয় দেশর এ ভয়াবহ পরিস্থিতি এর জন্য দাই।

আমাদের দেশ ৮৩% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, মুসলমানদের ধর্মানুভুতিকে পুজি করে, ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করে জামায়াত শিবির দেশটাকে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। এখানে সকল ধরনের হিংসা, বিদ্বেষ , ধংসাত্বক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তথাকথিত ধর্ম রক্ষার নামে দেশে বিশৃংখলা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস কখনো কোন সুশীল সমাজ মেনে নিতে পারবে না। ইসলামের নামে তারা, পবিত্র মসজিদে আগুন দিয়ে বিক্ষোভ করছে, মসজিদের টাইলস ভাংছে, বোমাবাজি করছে, প্রানের শহীদ মিনারে হামলা চালাচ্ছে, জাতীয় পতাকা পোড়াচ্ছে, ছিড়ছে, স্বাধীন বাংলাদেশে তারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল দিচ্ছে, ।

তথাকথিত ইসলাম রক্ষার নামে তারা যে দেশদ্রোহী কর্মকাণ্ড চালাচ্ছে তা দেখে সাধারন মানুষের বিবেক আজ প্রশ্নবিদ্ধ। এদের উদ্দেশ্য কি তাহলে ইসলাম রক্ষা নাকি ইসলামকে পুজি করে যুদ্ধ অপরাধী রাজাকারদের রক্ষা করা?

অন্নদিকে তথাকথিত রাজনীতিক দল গুলো অপরাধী রাজাকারদের বিচারএর নামে দেশের যুব সমাজকে ব্যবহার করছে ।দেশের কোমলমতি জনগনকে তারা ক্র্মান্যয়ে তিলে তিলে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।নিরবিচারে মানুষ হত্তা করছে।

এই নিয়ে ওদের কোন মাথা ব্যাথা নেই। আসলে ওরা সাপ ছেড়ে খেলা দেখছে।

ওরা সবাই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোমলমতি জনগনের দুর্বলতাকে ব্যবহার করছে মাত্র।

প্রকৃতপক্ষে কেউই আমাদের নিয়ে ভাবে না।শুধু আমাদের দুর্বলতাকে ব্যবহার করে।

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File