সুধারণা ও আল্লাহর পথে চলার সুফল

লিখেছেন লিখেছেন কবিতা ০১ এপ্রিল, ২০১৩, ০৯:৩০:৩৬ রাত

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন,রাসুল (সাঃ)বলেছেনঃআল্লাহ তায়ালা বলেনঃআমার বান্দাহ্‌ আমার সস্পর্কে যেরূপ ধারনা করে আমি তার জন্য ঠিক সেরকম।সে যখন আমাকে স্মরন করে তখন আমিও তার সাথে থাকি।সে যদি আমাকে মনে মনে স্মরন করে,আমিও তাকে মনে মনে স্মরন করি।সে যদি আমাকে জনসমষ্টিতে স্মরন করে আমি তার চাইতে উত্তম দলের সামনে তাকে স্মরন করি।সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে,আমি তার দিকে একগজ এগিয়ে যাই।সে যদি আমার দিকে এক বাহু এগিয়ে আসে,আমি তার দিকে দুই বাহু এগিয়ে যাই।সে যদি আমার দিকে হেঁটে আসে।আমি তার দিকে দৌড়েযাই। (বুখারী ও তিরমিযী)

ব্যাখ্যাঃআল্লাহ সম্পর্কে যে রকম ধারনা পোষন করে,আল্লাহ তার জন্যে সেরকম।অর্থাৎআল্লাহর ব্যাপারে এ বিশ্বাস পোষন করে যে,তিনিতার যাবতীয় নাক কাজ কবুল করবেন,সেজন্য তাকে পুরস্কৃত করবেন,তার অপরাধ সমূহ মাফ করবেন এবং তার তওবা কবুল করবেন, তাহলে সে অবশ্যি আল্লাহকে সেরকম পাবে।পক্ষান্তরে কেউ যদি আল্লাহর ব্যাপারে এসব ধারনা পোষন না করে ।তবে সে আল্লাহকে তার ধারনা মতোই পাবে।

তবে এ হাদীসের ভিত্তিতে কেউ যদি মনে করে আমি যতই

গুনাহ করবো তওবা করলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন আর এ ধারনার ভিত্তিতে সে যদি গুনাহ করতে থাকে আর মুখে মুখে তওবা করতে খাকে,তাহলে সে ব্যাক্তি মারাত্মক ভুল করবে।কারণ মুমিনের পক্ষে আল্লাহর ব্যাপারে ভ্রান্ত ধারনা পোষন করার সুযোক নাই।প্রকৃতপক্ষে যে ব্যক্তি ঐকান্তিক নিষ্ঠার সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লহ কেবল তার তওবাই কবুল করে থাকেন।আর এমন তওবাকারী কখনো গুনাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে না।

" সে যখন আমাকে স্মরন করে তখন আমি তার সাথে থাকি"একথার অর্থ হলো, বান্দাহ যখন আল্লাহকে স্মরন করে ,আল্লাহ তখন তাকে রহম করেন,কল্যাণ দান করান,সাহায্য করেন এবং সুপথ প্রদর্শন করেন।

আল্লাহর দিকে এগিয়ে যাওয়া মানে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহকে অধিক থেকে অধিকতর অনুসরন করা।আর আল্লাহর বান্দার দিকে এগিয়ে আসা মানে বান্দাকে রহমত ও করুনা দ্বারা সিক্ত করা,সঠিক পথে পরিচালিত করা,সত্য পথে চলতে সাহায্য করা এবং আল্লাহর বিধান অনুসরণ করার জন্য মনের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দেয়া।মূলত, এভাবেই দাস মনিবের নৈকট্য অর্জন করে।

সংগৃহীতঃ(সিহাহ্‌ সিত্তার,হাদীসে কুদসী)

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File