উত্তম কাজে অগ্যগামী হও।
লিখেছেন লিখেছেন কবিতা ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২১:৪০ রাত
মহান আল্লাহ বলেন :
"তোমরা উত্তম কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও।"(সুরা আল বাকারা :১৪৮)
"তোমরা ধাবিত হও তোমাদের প্রভুর খমার দিকে এবং আসমান ও জমিনের সমান প্রশস্ত জান্নাতের দিকে,যা আল্লাহভীরু লোকদের জন্য প্রস্তুতরাখা হয়েছে।" (সুরা আলে ইমরানঃ১৩৩)
আবু হুরাইরা (রা) থেকে বণিত।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা খণকাল বিলন্ব না করে সত কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও।কারন শীঘ্রই অন্ধকার রাতের অংশের মত বিপদ- বিশৃংখলার বিস্তার ঘটবে।তখন মানুষ সকাল বেলা মুমিন থাকবে সন্ধ্যায় কাফির হয়ে যাবে,
আবার সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে।সে তার দীনকে পাথিব স্বাথের বদলে বিক্রয় করবে।(মুসলিম)
জাবির (রা) বলেছেন,এক লোক এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ যুদ্ধের দিন প্রশ্ন করল, আমি যদি নিহত হই তবে আমি কোথায় থাকব?
জবাবে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেনঃ"জান্নাতে"।
তখন সে তার হাতের খেজুরগুলো ফেলে দিয়ে লড়াই করল,
অবষেশে শহীধয়ে গেল,। (বুখারী,মুসলিম)
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন