যে সব আমল গুনাহের কাফফারা।
লিখেছেন লিখেছেন কবিতা ২৭ আগস্ট, ২০১৩, ১২:৪৫:১০ দুপুর
মুয়াজ বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত ।তিনি বলেনঃ একদিন ফজর নামাজে রাসুলে কোদা (সাঃ)কে আমাদের থেকে অনুপস্হিত পেলাম ।এমন কি সূর্যোদয়ের সময় সন্নিকটে এলো।এমন সময় তিনি দ্রুত বেরিয়ে এলেন এবং তাড়া তাড়ি নামাজ পড়ালেন।সালাম শেষ করে তিনি উচ্চস্বরে আমাদের বললেনঃতোমরা যেভাবে আছ সেভাবে তোমাদের সারিতে বসে থাক।অতপর তিনি আমাদের দিকে ফিরে বললেনঃ আজ ভোরে যে জিনিস আমাকে তোমাদের থেকে অনুপস্হিত রেখেছে,সে বিষয়ে বলছিঃ আমি রাত্রেউঠে অযু করে আমার জন্য নির্ধিরিত নামাজ পড়ছিলাম।
নামাজে আমার তন্দ্রা এলো এবং তা অনেকটা ভারী হলো। এমন সময় আমি আল্লাহু তাবারুক ও তায়ালাকে সর্বোত্তম সুরতে দেখতে পেলাম।
তিনি আমাকে বললেনঃ হে মুহাম্মদ !আমি বললামঃলাব্বায়েক হে প্রভূ!তিনি জিজ্ঞেস করলেনঃ উর্ধ্ব জগতে (ফেরেশতারা) কোন বিষয়ে বিবাদ করছে? আমি বললামঃ আমি জানি না।এ কথাটি তিনি তিন বার জিজ্ঞেস করলেন (এবং আমি একই জবাব দিলাম ) অতপর আমি দেখলাম, আমার দুই কাঁধে তিনি হাত রাখলেন।আমার বুকে আমি তার আঙ্গুলের স্পর্শ অনুভব করলা।এতে করে আমার কাছে সবকিছুআলোকিত হয়ে গেল।আমি সব কিছু জানতে পারলাম। এবার তিনি বললে্নঃহে মুহাম্মদ! আমি বললামঃ লাব্বায়েক হে প্রভু! তিনি জিজ্ঞেস করলেনঃউর্ধ্ব জগতে (ফেরেশতারা) কোন বিষয়ে বাদানুবাদ করছে? আমি বললামঃসে সব বিষয়ে ,যেগুলো দ্বারা গুনাহ বিদূরিত হয়।তিনি জিজ্ঞেস করলেনঃসেগুলো কি? আমি বললামঃ
১,যাবতীয় নেক ও উত্তম কাজে এগিয়ে চলা।
২,নামাজের পর মসজিদে অবস্হান করা।
৩,কষ্টের সময় ও অজু করা।
তিনি জিজ্ঞেস করলেনঃআর কোন কোন বিষয়ে তারা বিবাদ করছে? আমি বললামঃ
৪,খাবার খাওয়ানোর ব্যাপারে ।
৫,কোমল ও নম্রভাবে কথা বলার ব্যপারে।
৬,গভীর রাত্রে (নফল) নামাজ পরার ব্যপারে,যখন মানুষ নিদ্রায় নিমগ্ন।
তিনি বললেন প্রার্থনা করো।আমি তখন প্রার্থনা করলামঃ
হে আল্লাহ!আমি তোমার কাছে প্রার্থনা করছিঃ
১,উত্তম কাজ করার
২,অন্যয় কাজ পরিত্যাগ করার
৩মিসকিনদের ভালবাসার
৪,আমার প্রতি তোমার ক্ষমার
৫,আমার প্রতি তোমার রহমতের এবং
৬,তুমি যখন কোন কোমকে ফেতনায় ফেলার সিদ্ধান্ত নেবে।তখন ফেতনায় নিমজ্জিত করা ছাড়াই আমাকে মৃত্যু দান করার।আমি আরো প্রা্র্থনা করছিঃ
৭, তোমার মহব্বতের
৮,সেই সব মানুষের মহব্বত দ্বারা যারা তোমাকে মহব্বত করে এবং
৯,সেই সব আমলকে মহব্বত করার যে গুলো তোমার মহব্বতের নিকটবর্তী করে দেয়।
নবী (সাঃ) বলে্নঃ এগুলো সত্য কথা।এগুলো থেকে শিক্ষা গ্রহন করো এবং শিক্ষা দান করো।
(হাদীসটি জামে তিরমিজি থেকে সংকলিত)
৫
বিষয়: বিবিধ
১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন