ব্লগার হইছ ভাল কথা আবার নাস্তিক হইও না।

লিখেছেন লিখেছেন কবিতা ১১ জুন, ২০১৩, ০১:৫১:৩৪ রাত

দেশের বাহিরে থাকি তাই দেশের খবরা-খবর জানার জন্য সোনার বাংলাদেশ ম্যাগাজিন পড়তাম ।পড়তে পড়তে একদিন চোখে পড়ল ব্লগ লেখা।আমি তখন জানি না ব্লগ কি।তো ক্লিক করে ঢুকে গেলাম ব্লগে ।

ওমা ঢুকে দেখি এলাহী কান্ড-কারখানা কত রকমের লেখা,ধর্মীয়,রাজনৈতিক,সাংস্কৃতিক আরো বিভিন্ন বিষয়ের উপর লেখা।আবার লেখার নীচে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে অনেক মজা পাইলাম।এই তো শুরু হল ব্লগ পড়া।

একদিন একটা একাউন্টও খুলে ফেললাম।কিন্তু কিছু লেখার মতো যোগ্যতা যে আমার নাই সেটা আমি ভাল করেই জানি।কিন্তু পড়ার নেশা আমার ছোট বেলা থেকেই ছিল,সেটা যে কোন ধরনের বই হোক।তাই ব্লগের এই টক,ঝাল,মিষ্টি বিভিন্ন ধরনের লেখা পড়তে আমার আনেক ভাল লাগত।এভাবেই সোনার বাংলাব্লগ হয়ে উঠল আমার আবসর সময়ের সাথী।

পড়তে পড়তেই সোনার বাংলা ব্লগকে এত বেশী ভাল লেগে গেল যে সোনার বাংলা ব্লগ ছাড়া আমি আমার একটা দিন কল্পনা করতে পারতাম না।সোনার বাংলা ব্লগ হয়ে গেল আমার পরিবারের একটা অংশ, সোনার বাংলা ব্লগ হয়ে গেল আমার কাছে আমার সোনার বাংলাদেশ।এবং সোনার বাংলা ব্লগের ব্লগাররা হয়ে গেল আমার আত্বার আত্বীয় ,অনেক ব্লগারকে মনে হত আমার অতি প্রিয়জন, আপনজন ও কাছের মানুষ ।যদিও বাস্তবে তাদরকে চিনি না কখনো দেখিও নি।

সোনার বাংলা ব্লগ থেকেই বিভিন্ন ব্লগারের লেখা থেকে আরো অনেক ব্লগের ঠিকানা পেয়েছি,সেগুলোতেও গিয়ে দেখেছি,সেসব ব্লগে হয়ত অনেক ভাল মানের লেখকও আছে কিন্তু সে সব ব্লগে আমি খুজে পাইনি আমার আমি কে যেটা আমি পেয়েছি সোনার বাংলা ব্লগে।সোনার বাংলা ব্লগে আমি পেয়েছি আমার আত্বার শান্তি আমার মনের প্রশান্তি।

তার পর যখন ফ্রেরুয়ারী মাসে সোনার বাংলা ব্লগ বন্দ করে দেয়া হল সেদিন কি যে কষ্ট পেয়ে ছিলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।শুধু কান্না আসত আর মনটা শুধু অস্হির অস্হির লাগত।আর আমার হাজব্যান্ডকে বলতাম আমি এখন কি করব।উনি বলতেন তুমি অন্য ব্লগ পড়।আমি বলতাম অন্য গুলো তো আমার ভাল লাগে না।তখন উনি বলতেন একটু সবর কর তুমি সোনার বাংলা ব্লগের বিকল্প আরেকটা ব্লগ পেয়ে যাবা।

মানুষের জীবন থেকে যখন কোন কিছু হারিয়ে যায়,তখন মানুষ চেষ্টা করে অন্য আরেকটা কিছু আকড়ে ধরতে।আমি ও সোনার বাংলা ব্লগকে হারিয়ে চলে গেলাম ফেবুতে। ফেবুতে একাউন্ট আগেই ছিল কিন্তু তেমন একটা যাওয়া হত না ,তখন নিয়মিত হলাম।এই ফেবুতেই ব্লগার হাসান ভাই এর একটা পোষ্ট থেকে বিডি টুডে ব্লগের ঠিকানা পেলাম।

তো ক্লিক করে ঢুকে গেলাম বিডিব্লগে ঢুকে তো আমি খুশীতে আটখানা ।সোনার বাংলা ব্লগের অনেক ব্লগারই এখানে আছে।এবং মোটামোটি সব কিছুই আমার কাছে সোনার বাংলা ব্লগের মত মনে হল।এত বেশি খুশী হলাম মনে হল আমি আমার হাড়িয়ে যাও্য়া সম্পদ ফিরে পেলাম।আমার হাজব্যান্ডকে বললাম জানো আমি সোনার বাংলা ব্লগ এর মত আরেকটা ব্লগ খুজে পেয়েছি। আর খুশীতে লিখেই ফেললাম" মনটা ভরে গেল"।

আবার দেখি প্রথম পাতায় আমার পোষ্ট স্হান পেল আমি তো আরো মহা খুশী। বিডিব্লগ নিয়ে আমি এখন অনেক খুশী আছি,ভাল আছি ।

সোনার বাংলা ব্লগে ছিলাম শুধু পাঠক।বিডি ব্লগ আমাকে বানাইছে ব্লগার ।যেন-তেন যাই লেখি তবু আমি এখন ব্লগার।আমার হাজব্যান্ড সারাক্ষন ক্ষ্যপাইতে থাকে ব্লগার বলে।বলতে থাকে ,আমার ঘরে ব্লগার,আবার বলে ব্লগার হইছ ভাল কথা আবার নাস্তিক হইও না।

ব্লগ একটা পরিবারের মত। এই পরিবারের মা বিডি ব্লগ আর সব ব্লগারেরা তার সন্তান ।আমরা সবাই সব কিছু জানি না তবে সবাই কিছু না কিছু জানি।

কাজেই আসুন বিডিব্লগের সন্তানেরা আমরা আমাদের কিছু কিছু জানাকে আদান- প্রদান করি বিডিব্লগের মাধ্যমে তাতে আমরা সব কিছু জানতে না পারলে ও অনেক কিছু জানতে পারব।

বিষয়: বিবিধ

১৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File