তিন সনকে ফলো করুন পারিবারিক শান্তি বজায় রাখুন।

লিখেছেন লিখেছেন কবিতা ১৬ এপ্রিল, ২০১৩, ০৩:১৩:২০ দুপুর

ই তিন সনকে আমরা সবাই জানি ও কম বেশী কথার মাঝে ব্যাবহার করি।এই তিন সনকে ফলো করে আমরা গড়ে তুলতে পারি সুখী ও সুন্দর পারিবারিক জীবন।এই সনগুলো হল,Permission.Information.ও Koncentration.

Permission ঃ সংসার জীবনে প্রতিটা স্ত্রীর দ্বায়িত্ব প্রত্যেকটা কাজে স্বামীর কাছ থেকে Permission নেয়া।এটা কোন কিছু কেনা হোক বা কোথাও যাওয়া হোক বা অন্য যে কোন কাজে।সংসার জীবনে দেখা যায় অনেক সময় অনেক কাজ স্বামীর Permission ছাড়াও করা যায়,ও এতে স্বামীও কিছু মনে করবে না।কিন্তু আপনি যদি স্বামীর Permission নিয়ে কাজটা করেন আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশী খুশী হবেন,আপনার প্রতি আপনার স্বামীর আস্থা বাড়বে ও আপনাদের মাঝে ভুল বুঝাবুঝী হবে না।

Informationঃ স্বামী হিসাবে আপনার দ্বায়িত্ব আপনি কখন কোথায় যান,কি করেন সব Information আপনার স্ত্রীকে দেয়া।অনেক সময় দেখা যায় অফিস শেষে আপনি একটা জরুরী কাজে আটকা পড়ে গেছেন, আপনি আপনার স্ত্রীকে জানান নাই ও আপনার মোবাইলটাও অফ।এই যে আপনি আপনার স্ত্রীকে Information দিলেন না কিন্তু সে Information পেয়ে গেছে শয়তানের কাছ থেকে। শয়তান তার মনে সন্দেহের বীজ বপন করে দিবে ।আপনার সংসারে দেখা দিবে অশান্তি।আপনি কেন শয়তানকে এই সুযোক দিবেন ।আপনি সময় মত সব Information আপনার স্ত্রীকে দেন এবং ভুল বুঝাবুঝী থেকে মুক্ত থাকুন।

Koncentrationঃযেটা আমাদের জীবনে সবচেয়ে জরুরী

বাবা-মা হিসাবে আমাদের সন্তান প্রতি Koncentration দেয়া।আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যত।আমাদের অমনোযোগীতার আমাদের সন্তানেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়া আখেরাতে কোথাও আমরা শান্তি পাবনা।কাজেই বাবা-মা হিসাবে সন্তানের প্রতি পূর্ণ Koncentration দেন,এবং আপনার সন্তানকে গড়ে তুলুন একজন সৎ ও আর্দশবান মানুষ হিসাবে।তাহলেই বাবা-মা হিসাবে আমরা সফলতা লাভ করতে পারব দুনিয়া ও আখেরাতে।

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File