সুমনের কোটেশন-২

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ মার্চ, ২০১৩, ০৭:৪৬:৫৯ সকাল



আমাদের বেশির ভাগ জ্ঞানই সমষ্টিক। অন্যভাবে বললে জ্ঞানকান্ড (আসলে হবে জ্ঞানতরজ্ঞ!) সবসময়ই ধার করা। পশ্চিমারা পূর্বজদের কাছ থেকে নিয়েছে, আর্যদের কাছ থেকে অনার্যরা-- এভাবে ধারে ধারেই চলছে---

দুই

যিনি ধার নেন, তারই মনে থাকার কথা সবচেয়ে বেশি। কিন্তু প্রায়ই উনি ভুলে যাবার ভান করেন।

তিন

মনে রাখার পাশাপাশি ভুলে যাওয়াটাও গুরুত্বপূর্ণ।

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File