একদা বিডিআর ছিল সমীহ-জাগানিয়া
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ মার্চ, ২০১৩, ০৬:৩৯:২২ সকাল
এক সময় বিডিআর ছিল সমীহ-জাগানিয়া। বিএসএফ গুলি করলে বিডিআরও গুলি করত, নতুন প্রজন্মের কাছে বললে এখন ওরা বিশ্বাস করে না।
এক সময় সীমান্তে বিএসএফ ফাঁকাগুলি করলে বিডিআরও পাল্টা শুনিয়ে দিত, এবং নাগালে পেলে কম গুলি খরচ করেই বিএসএফের লাশ ফেলত, তা এখনকার কেউ বিশ্বাস করবে না।
এখন সীমান্তে হত্যাকান্ড ঘটলে বর্ডার গার্ড না দেখার ভান করে, পতাকা-বৈঠকে মৌখিক প্রতিবাদটুকু জানাতেও দ্বিধা করে।
হায় বাংলাদেশ! কবে শেষ হবে তোমার অসুস্থকাল? শীঘ্রই তুমি নিজের পায়ে দাঁড়াবে, এ প্রত্যাশায় শুভ সকাল, স্বাধীন বাংলাদেশ!
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন