আমি রোযাদার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ জুন, ২০১৬, ০৯:১৭:১০ রাত
'খাইখাই' খালা এসে কিছু খেতে বলে
'গলাশুকা' মামা এসে কিছু গিলতে বলে
মুখ ফিরিয়ে বলি, 'আমি রোযাদার!'
জিভঝুলা লোভ আসে, পাপ করতে বলে
লালচোখা হিংসা আসে, মন্দ করতে বলে
সংযমী হয়ে বলি, 'আমি রোযাদার!'
'কামনা' বিবি এসে কাপড় খুলতে বলে
'কুটনা' বুড়া এসে কূটকৌশল করতে বলে
ধৈর্য্য ধরে বলি, 'আমি রোযাদার!'
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন