সিলেট থাকি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জুন, ২০১৬, ০৬:৩২:০৭ সন্ধ্যা
এই নদীর নাম জানি না
সে জন্য কি পা ভেজাবো না!
ফুলের নামটি মনে পড়ে না
তাই বলে কি গন্ধ নেবো না!
এই টিলাটি একদম অচেনা
এ কারণে কি দৌড়ে উঠবো না!
চাবাগানটির নাম ভুলে গেছি
তার জন্য কি ছায়ায় জিরাবো না!
এদের ভাষা বলতে পারি না ঠিক
এ জন্য কি একগ্লাস পানি পাবো না!
এই মাটিতে জন্মিনি আমি ঠিক
তাই বলে কি ভালোবাসবো না!
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন