রাজনীতি ২০১৬
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ মে, ২০১৬, ০৬:২৬:০৫ সন্ধ্যা
মেন্দীর রঙ আরও ছড়ালো---
এখানে দেখি রক্তের রঙ, লাল হতে হতে কালো!
আগে বলেছি আবারও বলি, মাংসাশীদের মাঝে মিটিং হতে পারে
মুরগী এখানে মেনু মাত্র!
মাফ করে দিয়েন প্রিয় স্যারেরা
আমি আপনাদের অযোগ্য ছাত্র!
মাফ করে দিও বাবা, মাফ করে দিও মা!
তোমাদের প্রিয় মার্কা, আসলে আমার প্রিয় না!
নানা/দাদা আমায় ক্ষমা করে দিও!
তোমাদের ভালোবাসার ভোরকে ভালোবাসতে পারলাম না---
ভোর নাকি দিনকে দেখায়!
কিন্তু আমি এবং আমরা এমন ঘুটঘুটে আঁধারে, কিছুই দেখি না।
এখানে দেখি রক্তের রঙ, লাল হতে হতে কালো!
মেন্দীর রঙ আরও ছড়ালো---
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন