কারো কাছে স্যার আমি কারো কাছে ছার

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ মে, ২০১৬, ০৭:৪১:৩২ সন্ধ্যা

কারো কাছে চাচা আমি কারো কাছে মামা

কেউ তোলে আকাশে, কেউ বলে, নামা!

কারো দুলাভাই আমি কারো কাছে শালা

কেউ দেয় সুখছায়া, কেউ দেয় জ্বালা!

কারো কাছে হিরো আমি কারো কাছে জিরো

কেউ ভাবে নেপোলিন, কেউ ভাবে নিরো!

কারো মাথার বোঝা আমি কারো দামী এ্যাসেট

কেউ ভাবে নিউ সিডি, কেউ ওল্ড ক্যাসেট।

কারো কাছে স্যার আমি কারো কাছে ছার

কেউ দেয় উড়াচুমু, কেউ ধরে ঘাড়!

কারো চোখে বালি আমি কারো মুখে ভাষা

কেউ বানায় পাগল, কেউ বলে, চাষা!

কারো কাছে বন্ধু আমি কারো কাছে বন্দুক

হতে চাইছি সবার কাছে নিজেই নিজের নিন্দুক

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370008
২৪ মে ২০১৬ রাত ০৮:১৫
370012
২৪ মে ২০১৬ রাত ০৯:০০
হতভাগা লিখেছেন : নাসিম সাহেবের পায়ে যখন মাথা ঠেকিয়েছে তখন এটা নিশ্চিত হয়ে যায় যে এ লোকের কানে ধরা , পায়ে পড়া অভ্যাস । আর সেলিম ওসমান তাকে নিয়ে যেটা বলেছে সেটা একেবারেই ভিত্তিহীন নয় ।

জনরোষ থেকে বাঁচার জন্য যে উনি কানে ধরেছেন এটা একেবারে ফেলা যায় না।
২৬ মে ২০১৬ বিকাল ০৫:৫০
307183
সুমন আখন্দ লিখেছেন : Surprised :Thinking
370247
২৭ মে ২০১৬ দুপুর ০২:৩৬
২৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৮
307305
সুমন আখন্দ লিখেছেন : কৃতজ্ঞতা। শুভ বিকাল!Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File